নিজ হাতে ক্রিকেটারদের ছবি এঁকে ইডেনে বিক্রি করছেন যুবক, পছন্দের ক্রিকেটারদের ছবি হাতে IPL-এ দর্শকরা
এ এক অনন্য প্রতিভা। ছবি আঁকার কথা তো আমরা জানি। কত ছবি কথা বলে। তবে কলকাতার এক যুবক ছবি এঁকে উপার্জনের পথ বেছে নিয়েছেন। আর তার ছবির মূল বিষয়বস্তু এই মুহূর্তে ক্রিকেটার। আজ থেকে শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণ। নিয়ম অনুযায়ী গত বছরের চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে খেলা। ক্রীড়া প্রেমীরা সেই খেলা উপভোগ করতে হয়েছে ইডেন মুখী।
এদিকে কলকাতার যুবক শুভজিৎ সাহা নিলেন অভিনব উদ্যোগ। গতকাল ও আজ এই দুদিন ধরে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইডেন গার্ডেনের ম্যাচ উপলক্ষে রাহানে , বিরাট কোহলি ও বিভিন্ন খেলোয়ারদের নিজের হাতে ছবি এঁকে তিনি বিক্রি করেন। আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। একদিকে যেমন কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে খেলা ফলে জনপ্রিয়তা তুঙ্গে তেমনিই আরসিবিতে রয়েছেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কিং কোহলি। কোহলির ফ্যান ফলোয়ারও প্রচুর। ফলে এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।
এদিন দেখা গেল মাঠে ঢোকার আগেই বিভিন্ন দলের ক্রিকেট ভক্তরা এই ছবিগুলো ক্রয় করেন তার কাছ থেকে। এছাড়াও শুভজিৎ সাহা বিভিন্ন সময় নিজের হাতে ছবি এঁকে বিভিন্ন খেলোয়াড়দের হাতে তুলে দেন ভালোবেসে। রাহানে , বিরাট কোহলি ও বিভিন্ন খেলোয়ারদের নিজের হাতে যে ছবি এঁকেছেন তা এককথায় অতুলনীয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊