সাত সকালে এক বৃদ্ধকে ছুরি মারার ঘটনায় চাঞ্চল্য কোচবিহারে

Coochbehar news


সাত সকালে এক বৃদ্ধকে ছুরি মারার ঘটনায় চাঞ্চল্য কোচবিহারে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধ কে ভর্তি করা হয়েছে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে।




ইতিমধ্যেই ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।




অন্যান্য দিনের মতনই রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন 63 বছরের বৃদ্ধ হিতেন্দ্রনাথ রায়। সেই সময় তাকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি এসে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। তবে যেই ব্যক্তিকে আটক করা হয়েছে তার নাম এখনো জানতে পারিনি পরিবারের লোকজন। তবে কেন হিতেন্দ্রনাথ বাবুকে ছুরি দিয়ে আঘাত করলো তার কারণ স্পষ্ট নয় পরিবারের কাছে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ। এই ঘটনার পেছনে পারিবারিক অশান্তি কিংবা অন্য কোন কারণ রয়েছে কিনা সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে খবর লেখা পর্যন্ত কোন তথ্য দেওয়া হয়নি। তবে হোলির পরের দিনে এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।