সমস্যায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ! শিলিগুড়ির মেয়রকে চিঠি শংকরের
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে চলছে ভূগর্ভস্থ পাইপ লাইন বসানোর কাজ। সেই কাজের জন্য সমস্যায় পড়তে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। এই অভিযোগ করে শিলিগুড়ির মেয়রকে চিঠি পাঠালেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
জানা গিয়েছে, ভূগর্ভস্থ পাইপ লাইন বসানোর জেরে বেহাল অবস্থা শহরের একাধিক রাস্তার, যার জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মরশুমে এবার মেয়রকে চিঠি দিলেন বিধায়ক।
শহর জুড়ে বিভিন্ন স্কুলে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বিভিন্ন রাস্তায় একই সঙ্গে চলছে ভূগর্ভস্থ পাইপলাইন বসানোর কাজ। সকাল থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বেগ পেতে হচ্ছে বিভিন্ন রাস্তায় চলাফেরা করার জন্য। পরীক্ষার্থীদের পাশাপাশি শহরবাসীকে নাজেহাল হতে হচ্ছে এই রাস্তা বেহাল থাকার জন্য। শহরজুড়ে ভূগর্ভস্থ পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে মাসখানেক হলো। বিভিন্ন এলাকাতে ভূগর্ভস্থ পাইপলাইন বসানোর জন্য, রাস্তা খুঁড়ে বসানো হচ্ছে কিন্তু রাস্তা মেরামতের বালাই নেই। শিলিগুড়ির বিভিন্ন অংশে এই পাইপ লাইন বসানোর কাজ শেষ হতে প্রায় বছরখানেক সময় লাগবে। এই অবস্থাতে শহরবাসীর জন্য বিকল্প ব্যবস্থা করার জন্য মেয়রকে চিঠি দিলেন বিধায়ক শংকর ঘোষ।
এবিষয়ে বিধায়ক শংকর ঘোষ জানান, ভূগর্ভস্থ পাইপ লাইন বসানোর জন্য শহরের বিভিন্ন রাস্তা খনন করা হয়েছে এবং তাঁর কাজ চলছে। কিন্তু পরীক্ষা চলাকালীন মূল রাস্তা গুলোতে কাজ করা হচ্ছে, এতে সমস্যায় পড়তে হচ্ছে পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষদের। অবিলম্বে যেন এর বিকল্প ব্যবস্থা করা হয় সে বিষয়ে চিঠি পাঠিয়েছেন তিনি মেয়রকে।
অপরদিকে এদিন মেয়র গৌতম দেব জানান, এর আগেও মাধ্যমিক পরীক্ষা হয়েছে কিন্তু আমাদের কাছে কোনো রকম অভিযোগ আসেনি। তিনি শুধু সংবাদ মাধ্যমে আসার জন্য এসব কথা বলছে। আমাদের ছোট রাস্তার পাশে কাজ হচ্ছে এতে কারো কোনো সমস্যা হচ্ছে না। ন্যাশনাল হাইওয়েতে বড়ো কাজ হচ্ছে সেখানেও স্কুল রয়েছে, আগে সেই কাজ বন্ধ করুক বিধায়ক, সেখানে আগে বিকল্প ব্যবস্থা নেওয়া হোক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊