Latest News

6/recent/ticker-posts

Ad Code

হেরিটেজ কোচবিহার শহরের মতন শহর দিনহাটাতেও তৈরি হতে চলেছে ওয়েলকাম গেট

হেরিটেজ কোচবিহার শহরের মতন শহর দিনহাটাতেও তৈরি হতে চলেছে ওয়েলকাম গেট




দিনহাটা:
এবার হেরিটেজ কোচবিহার শহরের মতন শহর দিনহাটাতেও তৈরি হতে চলেছে ওয়েলকাম গেট। আজ বুড়িরপাঠ মন্দিরের পাশে স্বাগত দ্বার নির্মাণ কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী। 

মঙ্গলবার সকাল ১১:৪০ মিনিট নাগাদ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত দ্বার নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়। 

শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পুটিমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কাকলি বর্মন ছাড়াও অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। 

জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ও তত্ত্বাবধানে ১কোটি ২১লক্ষ টাকা ব্যয়ে দিনহাটার স্বাগত দ্বার নির্মাণ কাজ সম্পন্ন হবে। পাশাপাশি ৬মাসের মধ্যে দিনহাটা তে সুইমিংপুল তৈরি হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code