Latest News

6/recent/ticker-posts

Ad Code

৫ দফা দাবিতে ডেপুটেশন কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের

৫ দফা দাবিতে ডেপুটেশন কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের

rail news
প্রতীকি ছবি (File Picture)


কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের কোচবিহার টাউন ইউনিটের পক্ষে কোচবিহার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর মাধ্যমে ডিআরএম আলিপুরদুয়ার কে ৫ দফা দাবি পত্র সম্পন্ন একটি দাবী পত্র দেওয়া হয় রবি বারে। রবিবারের দাবি গুলি মুলত উত্তর বঙ্গ এক্সপ্রেস কে নিয়ে যেমন, উত্তর বঙ্গ এক্সপ্রেসে ৫ টি স্লীপার কোচের পরিবর্তে ৯ টি স্লীপার কোচ দেওয়া, উত্তর বঙ্গ এক্সপ্রেসকে কোচবিহার জেলা শহরের স্টেশনে স্টপেজ দেওয়া, কোচবিহার ও বামনহাট স্টেশনে র প্লাটফর্ম এর দৈর্ঘ্য বৃদ্ধি করা ইত্যাদি। এছাড়াও জনপ্রিয় বামনহাট শিলিগুড়ি প্যাসেঞ্জার (ভায়া ফালাকাটা, নিউ ময়নাগুড়ি জলপাইগুড়ি) ট্রেনকে পুনরায় চালুর দাবি ও জানানো হয়। 


আহ্বায়ক অধ্যাপক রাজা ঘোষ বলেন "৪ দিন আগে ইলেকট্রিক ট্রায়াল সম্পন্ন হয়, স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ এক্সপ্রেস কে বামন হাট, দিনহাটা ও কোচবিহার (প্রস্তাবিত) একটু দেরি করে ছাড়লেও কোন সমস্যা নেই। এই কারণে অগ্রিম সময় পিছিয়ে দেওয়ার দাবিও দেওয়া হয়। উপস্থিত ছিলেন তাপস বর্মন, নিমাই দে, মোস্তফা রহমান, দেবপ্রিয় ঘোষ ইত্যাদি!



প্রসঙ্গত উল্লেখ্য আজকে একই দাবি নিয়ে বামন হাট রেল দাবী সমিতি ও রেল যাত্রী মঞ্চের পক্ষ থেকে বামন হাট স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হয়! উপস্থিত ছিলেন শুভঙ্কর ভাদুড়ী ও অন্যান্যরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code