Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলকাতায় ৪৮ তম আর্ন্তজাতিক বইমেলায় ১৫ টি বই প্রকাশ তুহিনা প্রকাশনীর

কলকাতায় ৪৮ তম আর্ন্তজাতিক বইমেলায় ১৫ টি বই প্রকাশ তুহিনা প্রকাশনীর

tuhina



কলকাতায় ৪৮ তম আর্ন্তজাতিক বইমেলা শুরু হয়েছে ২৮ জানুয়ারি, শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এবারেও সল্টলেকে করুণাময়ী বই মেলা প্রাঙ্গণে বসেছে মেলার আসর। কলকাতা বইমেলার এবারের থিম জার্মানি।

৪৮ তম বইমেলায় আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়ার উপস্থিতি থাকছে। থাকছে জার্মানি। বইমেলা উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অন্যান্য রাজ্য দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ,হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট ,মহারাষ্ট্র বিহার, অসম ,তেলেঙ্গানা, কেরলের উপস্থিতিও থাকছে। ১৩০০ স্টলের আবেদনের মধ্যে ১০৫০ টি আবেদনে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই স্টলের মধ্যে অন্যতম ১৩১ নং তুহিনা প্রকাশনী।

এই প্রকাশনী সংস্থার কর্ণধার হিমাংশু মাইতির সহযোগিতায় ১লা ফেব্রুয়ারি ১৫ টি বই প্রকাশ করলেন । এই বই গুলি হলো বালীর একাল থেকে সেকাল। ডঃ সিদ্ধার্থ গঙ্গোপাধ্যায়ের ব্যতিক্রমী বাউল, রহস্য ময় বাউল, ডঃ দেবাশীষ দাস এর ফার্স্ট এড, দেবদাস কুন্ডুর এই হৃদয় কাবেরী ও চন্দন, ডঃপার্থ চট্টোপাধ্যায় এর ইয়েস আই কেন, কাশীর ঘাটকথা সুদীপ্ত মুখার্জির , স্মৃতির অতলে বেনারস সুদীপ্ত মুখার্জির , দুই দুঃসাহসী যমজ কন্যা ও অন্যান্য ১৫ টি গল্পে আলোক কুমার মাঝি, অপ্রাপ্তির বর্ণমালা ডঃ নীলিমা বালাপোদ্দার, নির্বাচিত অনুগল্প নিখিল পাণ্ডে,মন্থন প্রাণগোবিন্দ সাহা, কবির বিষয় কবিতার আশয় তরুণ মুখোপাধ্যায়, শ্রী অরবিন্দ ও নেতাজী সুভাষ চন্দ্র এবং ভারতের স্বাধীনতা , রবীন্দ্র গীতি কবিতার গঠন সুভাষ চন্দ্র চট্টোপাধ্যায় ,বাংলা দেশের মুক্তি যুদ্ধ ১৯৭১ শংকর লাল দাস।

এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একাধিক কবি লেখকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন (সেক্রেটারি অফ দক্ষিণেশ্বর) কুশল চৌধুরী, সাংবাদিক ডঃ পার্থ চট্টোপাধ্যায়, তুহিনা প্রকাশনীর কর্ণধার হিমাংশু মাইতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code