উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঝোড়ো হাওয়া কোচবিহারে ! জানুন আবহাওয়ার খবর

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঝোড়ো হাওয়া কোচবিহারে ! জানুন আবহাওয়ার খবর



৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, এবং শেষ হবে দুপুর ১.১৫ মিনিটে। আর দুপুর ২টো থেকে নয়া রুটিন অনুযায়ী একাদশ শ্রেণির দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা নেওয়া হবে।

মার্চের প্রথম সপ্তাহেই আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হতে চলেছে। আইএমডি সূত্রের খবর, ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ভারী হাওয়া বইতে পারে বলেও আশা করা হচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বৃষ্টির পর,২৮ ও ১ মার্চ ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শক্তিশালী ঝড়ের আশঙ্কা করা হচ্ছে, যার কারণে সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পাবে।

হাওয়া অফিস সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২ মার্চ। এদিকে অসমের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান এবং কেরলে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিশেষ পড়বে না।

জানা গিয়েছে, দার্জিলিং ও জলপাইগুড়িতে কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুরেও। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশায় মুড়বে পথঘাট। দার্জিলিংয়ে ফের হালকা তুষারপাত হতে পারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। শুক্রবার বাড়বে বৃষ্টি। চলবে শনিবার পর্যন্ত। আগামী ৪ থেকে ৫ দিন এরকমই থাকবে তাপমাত্রা।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে, কোচবিহারে আগামী ১ মার্চ বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, এবং ২ থেকে ৫ মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই। ৩ ও ৪ মার্চ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে।

আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী ১ মার্চ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, এবং ২ থেকে ৫ মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই। ২ মার্চ বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় এর সম্ভাবনা আছে।

উত্তর দিনাজপুরে আগামী ১ মার্চ বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, এবং ২ থেকে ৫ মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই।