Latest News

6/recent/ticker-posts

Ad Code

Revalidated Life Time TET Certificate: পরীক্ষার ডিউটির মাঝেই সার্টিফিকেট বিতরণ শিক্ষকদের !

Revalidated Life Time TET Certificate: পরীক্ষার ডিউটির মাঝেই সার্টিফিকেট বিতরণ শিক্ষকদের !

Revalidated Life Time TET Certificate: পরীক্ষার ডিউটির মাঝেই সার্টিফিকেট বিতরণ শিক্ষকদের !



৩ রা মার্চ শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, আর এরই মাঝে Revalidated Life Time TET Certificate বিতরণের তারিখ ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশনের দক্ষিণাঞ্চলীয় শাখা।

RSSC, দক্ষিণ অঞ্চলের TET সার্টিফিকেট বিতরণ সংক্রান্ত নোটিশে জানানো হয়েছে- এসএসসি দক্ষিণাঞ্চলের লাইফ টাইম ভ্যালিডেশন সহ TET সার্টিফিকেট বিতরণ করা হবে। এই অঞ্চলের অফিসে নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী বিতরণ করা হবে।

TET শংসাপত্র সংগ্রহের জন্য প্রার্থীরা তাদের TET সার্টিফিকেট জমা দেওয়ার রসিদ কপি, TET অ্যাডমিট কার্ড এবং যেকোনো একটি আইডি প্রমাণ নিয়ে যাবেন। অনুমোদিত ব্যক্তির, প্রার্থীর আইডি প্রুফ সহ স্বপ্রত্যায়িত স্বাক্ষর সহ অনুমোদন পত্র জমা দিতে হবে।

Revalidated Life Time TET Certificate: পরীক্ষার ডিউটির মাঝেই সার্টিফিকেট বিতরণ শিক্ষকদের !



জমা দেওয়ার দীর্ঘ ৮ মাস পরে টেট লাইফটাইম ভ্যালিডেশন সার্টিফিকেট নেওয়ার যে সময়সূচি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেখানে বেশ কিছু তারিখে উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলবে। আগামী ৭ মার্চ থেকে বিতরণ শুরু হবে, এই তারিখ সহ ১০, ১১, ১২ এবং ১৭ মার্চ দেওয়া হবে সার্টিফিকেট। আর এই তারিখগুলিতে চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষাও।

এমন অবস্থায় শিক্ষকরা যে একপ্রকার চাপে পড়ে গেলো তা বলাই বাহুল্য। এখন দেখার নতুন করে আবার তারিখ পরিবর্তনের কোন নোটিশ দেয় কিনা স্কুল সার্ভিস কমিশনের দক্ষিণাঞ্চলীয় শাখা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code