ফর্মে ফিরলেন কোহলি, লিখলেন ইতিহাস
দীর্ঘ প্রতীক্ষার শেষে ফর্মে ফিরলেন কিং কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়াকে স্বস্তি দিয়ে হাঁফ সেঞ্চুরি হাঁকালেন তিনি।
রোহিত শর্মার (Rohit Sharma) ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। নাগপুরে প্রথম ওডিআই ৪ উইকেটে জিতেছিল ভারত। গত রবিবার কটকেও ৪ উইকেটে জয় দিয়ে সিরিজ পকেটে পুরেছে। আজ তৃতীয় ম্যাচ ছিল নিয়মরক্ষার ম্যাচে আর সেই ম্যাচে জ্বলে উঠলেন বিরাট কোহলি।
বিরাটের ফর্ম নিয়ে রীতিমতো চিন্তা ছিল। রোহিতের ফর্ম ও ছিল চিন্তার বিষয়। বর্ডার-গাভাসকর ট্রফিতে রানের খরার কারণেই, বিরাট-রোহিতকে রঞ্জি খেলতে পাঠিয়েছিল বিসিসিআই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে শতরান হাঁকান রোহিত। আর তৃতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন বিরাট। কোহলি ৫৫ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন এদিন। দারুণ ছন্দেই ব্যাট করছিলেন তিনি। ৯৪.৫৪-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বিরাট। ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ১ ছক্কায়।
এদিন ফর্মে ফিরে ইতিহাস লিখলেন কোহলি। ইংল্যান্ডের প্রথম কোনো ভারতীয় ব্যাপার হিসেবে ৪০০০ রান করার গণ্ডি টপকালেন তিনি। ইংরেজদের বিরুদ্ধে ৪০০০ রানের মাইলস্টোন তৈরি করা ষষ্ঠ ব্যাটার হলেন কোহলি। সব ফর্ম্যাট মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলি ৮৭তম ম্যাচ খেলছেন। ৮টি সেঞ্চুরি এবং ২৩টি হাফ-সেঞ্চুরি করেছেন ৪১.২৩-এর গড়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊