West Bengal Rice Price Hike : চালের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যের শাসক দলকে একহাত নিলেন মীনাক্ষী
কেজি প্রতি চালের দাম বেড়েছে ১০ টাকা থেকে ১৫ টাকা। মিনিকেট, রত্না, বাঁশকাঠি থেকে গোবিন্দ ভোগ- সব চালই এখন মহার্ঘ। চাল কিনতে এসে মাথায় হাত ক্রেতাদের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- সর্বত্রই একই অবস্থা।
এদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি কোথায় গেলো, চালের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে একহাত নিলেন মীনাক্ষী মুখার্জি।
বুধবার সংগঠনের কর্মী সভায় যোগ দিতে জলপাইগুড়ি এসে পৌঁছেছেন সিপিআইএম দলের যুব সংগঠন ডি ওয়াই এফ আইয়ের রাজ্যে সম্পাদক মীনাক্ষী মুখার্জি।
কর্মী সভায় যাবার আগে দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন তিনি।
চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জির সাফ জবাব , জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে রাখবে এই প্রতিশ্রুতি দিয়েই তো তৃণমুল নির্বাচনে অংশ নিয়ে ছিলো, তাহলে কি তৃণমুল নিজেদের নির্বাচনি ইশতেহারের কথা ভুলে যাচ্ছেন।
আর জি কর কাণ্ডের রেস টেনে এদিন আবারো রাজ্যে সরকারকে আক্রমন করেন তিনি।
আর জি কর হাসপাতালের ঘটনা প্রসঙ্গে তিনি জানান, এই ঘটনা একটি প্রাতিষ্ঠানিক খুন , কারন গ্রেফতার ও হয়েছে সরকারী লোক ,তার পরও এই রাজ্যে সরকার আর কি বলবে ?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊