Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাজেটে নয়া প্রকল্পের ঘোষণা, বরাদ্দ ২০০ কোটি টাকা

বাজেটে নয়া প্রকল্পের ঘোষণা, বরাদ্দ ২০০ কোটি টাকা 

Budget



বুধবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর এই বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, দু বছরের মধ্যে সম্পূর্ণ হবে ঘাটাল মাস্টার প্ল্যান। তার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। পাশাপাশি এক নয়া প্রকল্পের ঘোষনা দেওয়া হল বাজেটে।



নদীমাতৃক এলাকার মানুষজনের কর্মসংস্থানের জন্য নতুন প্রকল্প নদী বন্ধন ঘোষনা করলো রাজ্য। ‘নদী বন্ধন’ নামে প্রকল্পের মাধ্যমে বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান করার লক্ষ্যে এই প্রকল্প। তাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া রাজ্যে নদী ভাঙনের সমাধানের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রয়োজন বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। তার জন্য বরাদ্দ করা হল ২০০ কোটি টাকা। পাইলট প্রকল্প গ্রহণ করা হবে।



এছাড়াও গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হল ৫০০ কোটি। ৩৭ হাজার কিমি গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ দেড় হাজার কোটি টাকা। আরও ৩৫০টি সুফল বাংলা স্টল তৈরির জন্য ২০০ কোটি বরাদ্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code