Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক দিনের ক্রিকেটে সচিনের রেকর্ড ভেঙে দিলেন কোহলি, পূর্ণ করলেন ১৪ হাজারের মাইলফলক

এক দিনের ক্রিকেটে সচিনের রেকর্ড ভেঙে দিলেন কোহলি, পূর্ণ করলেন ১৪ হাজারের মাইলফলক

Virat Kohli

একদিনের ক্রিকেটে গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন কিং কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করলেন কোহলি। এদিন কোহলির দরকার ছিল ১৫ রান আর অনায়াসেই করে ফেলেন তিনি।


পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নামার আগে কোহলির রান ছিল ১৩,৯৮৫। এদিন ভারতের ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে হ্যারিস রউফকে লং অফ এলাকায় চার মেয়ে ১৪ হাজার রানের মাইলফলকে পৌঁছান কোহলি।


সচিন ১৪ হাজার রান করতে ৩৫০টি এক দিনের ইনিংস খেলেছিলেন। সেখানে কোহলি খেলেছেন ২৮৭টি ইনিংস। অর্থাৎ, সচিনের থেকে ৬৩ ইনিংস কম খেলে ১৪ হাজার রান করলেন ভারতীয় ব্যাটার। তিন নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। ৩৭৮টি ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন তিনি।


সচিন পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে ১৪ হাজার রান পূরণ করেন এদিকে কোহলিও পাকিস্তানের বিরুদ্ধে ১৪ হাজার রান পূরণ করলেন। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে ১৪ হাজার রান হল কোহলির। সচিন ও সঙ্গকারার পরে সেই মাইলফলকে পৌঁছলেন কোহলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code