১ মাসেই জলপাইগুড়িতে সড়ক দুর্ঘটনায় মৃত ৪৪ ! পথ দুর্ঘটনা রুখতে নয়া উদ্যোগ প্রশাসনের!
পথ দুর্ঘটনা রুখতে নয়া উদ্যোগ প্রশাসনের! বাইক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর হার। জাতীয় ও রাজ্য সড়কে পথ দুর্ঘটনা ক্রমশ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে বাইক দুর্ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। জেলা পুলিশের রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসেই সড়ক দুর্ঘটনায় মৃত ৪৪ জনের মধ্যে ৩০ জনই বাইক আরোহী।
কেন বাড়ছে বাইক দুর্ঘটনা?বিশেষজ্ঞদের মতে, কয়েকটি মূল কারণের জন্যই বাইক দুর্ঘটনা বেড়ে চলেছে। দ্রুতগতিতে নিয়ন্ত্রণহীন বাইক চালানো, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়া,সেফটি গিয়ার (হেলমেট, জ্যাকেট) না পরা, গ্রামীণ ও রাজ্য সড়কের বিপজ্জনক বাঁক। জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রেই চালকের বেপরোয়া মনোভাব দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে রাতের দিকে এবং ঘন কুয়াশার মধ্যে দ্রুত গতিতে বাইক চালানোর প্রবণতা বাড়ছে। তবে, সড়ক দুর্ঘটনা কমাতে প্রশাসন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে, রাজ্য ও গ্রামীণ সড়কে বাম্প ও ব্যারিকেড বসানো, বাইকচালকদের জন্য বিশেষ সচেতনতামূলক প্রচার, দ্রুতগতিতে বাইক চালানোর বিরুদ্ধে কড়া নজরদারি, হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে অভিযান চালানো হচ্ছে নিয়মিত।
পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপথ জানিয়েছেন, “দ্রুত গতিতে নিয়ন্ত্রণহীন বাইক চালানোর প্রবণতাই বেশি দুর্ঘটনার কারণ। আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি যাতে দুর্ঘটনার সংখ্যা কমানো যায়।” পথ নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, শুধু প্রশাসনের পদক্ষেপ যথেষ্ট নয়, সাধারণ মানুষেরও সচেতন হওয়া জরুরি। সেফটি গিয়ার ব্যবহার, নির্দিষ্ট গতিসীমার মধ্যে বাইক চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চললেই দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊