কোহলির সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির সেমির পথে ভারত 

Virat Kohli


২০১৭ সালের বদলা নিল রোহিত ব্রিগেড! আট বছর আগে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওভালে ভারতকে হারিয়ে জিতেছিল পাকিস্তান। আর এবার দুবাইয়ে সেই বদলাই নিল ভারত। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির টিকে থাকার লড়াইয়ে যেমন এগিয়ে গেল ভারত তেমনি এবারের চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থা পাকিস্তানের।

প্রথমে ব্যাট করে ২৪১ রান করেছিল পাকিস্তান। বিরাট কোহলির শতরানে ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল ভারত। ম্যাচের প্রথমার্ধে ছিল ভারতীয় বোলারদের দাপট। পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অল আউট হয়ে যায়। সউদ শাকিল সর্বোচ্চ ৬২ রান করেন। মহম্মদ রিজওয়ান করেন ৪৬। বাবর আজম ২৩ করে ফেরেন। তিনটি উইকেট নেন কুলদীপ।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ১৫ বলে ২০ রান করে ফেরেন। তবে শুভমন গিলের সঙ্গে ম্যাচের রাশ ধরে নেন কোহলি। শুভমন ৪৬ রান করে ফিরে যান। শ্রেয়স আইয়ার সঙ্গ দেন বিরাটকে। শ্রেয়স করেন ৫৬। এদিকে নিজের শতরান পূর্ণ করে কোহলি আর সাথে জেতেন ম্যাচ।

এই ম্যাচে হারের পর পাকিস্তানের সেমি ফাইনালে যাওয়া এক প্রকার অনিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম হচ্ছে, দুটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমিফাইনালে খেলবে। ভারত এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে পৌঁছে গেল। পাকিস্তান দুই ম্যাচেই পরাজিত। সোমবার নিউজ়িল্যান্ড খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে নিউজ়িল্যান্ড জিতে গেলে পাকিস্তানের বিদায় ঘটে যাবে। বাংলাদেশ জিতলে ক্ষীণ সম্ভাবনা থাকবে মহম্মদ রিজওয়ানদের।