ইস্টার্ন ডুয়ার্স বিএড ট্রেনিং কলেজের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান


Second convocation ceremony of Eastern Dooars B.Ed Training College



সুজাতা ঘোষ, সংবাদ একলব্য:

আজ ইস্টার্ন ডুয়ার্স বিএড ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জোলন ও অধ্যাপিকা শুভ্রা মহন্তের উদ্বোধনী সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্জোলন করেন- কোচবিহার পঞ্চান বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়, WBUTTEPA এর প্রাক্তন রেজিস্টার ড. প্রণব কৃষ্ণ চন্দ, অধ্যাপক সুজিত পাল, অধ্যাপক নীতা চন্দ, ইস্টার্ন ডুয়ার্স বিএড ট্রেনিং কলেজের অধ্যক্ষ সনাতন ত্রিপাঠী, অধ্যাপক আফজাল হোসেন সহ আরও অনেকে।

Second convocation ceremony of Eastern Dooars B.Ed Training College

এম এড এর বিভাগীয় প্রধান অভিজিৎ ঘোষাল সমাবর্তনের শপথ বাক্য পাঠ করান। কলেজের ছাত্রছাত্রীরা নৃত্য, সঙ্গীত, আবৃত্তির মধ্যদিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যান। এদিন অতিথীদের বক্তব্যের মধ্যদিয়ে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়টি উঠে আসে।

সব শেষে সেরাদের পুরস্কার বিতরণ ও স্নাতকদের সার্টিফিকেট বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অধ্যাপিকা পিঙ্কি পাল। তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।