Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাখীর নীড় ছেড়ে শিশুরা প্রকৃতির কোলে, বইয়ের দেশে

পাখীর নীড় ছেড়ে শিশুরা প্রকৃতির কোলে, বইয়ের দেশে

পাখীর নীড় ছেড়ে শিশুরা প্রকৃতির কোলে, বইয়ের দেশে

সম্রাট দাস, সংবাদ একলব্য: 

বেসরকারি বিদ্যালয় সোনাপুর নেস্ট চিলড্রেন মডেল স্কুলের কচিকাঁচাদের নিয়ে শিক্ষামূলক ভ্রমন। আজ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় প্রকৃতির কোলে।  

প্রথমে রাজাভাতখাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং প্রেক্ষাগৃহে বন ও  বন্যপ্রাণী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও চিত্র প্রদর্শনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের সচেতনতামূলক বার্তা দেন সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তারা । 

এরপর  ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়া হয় প্রজাপতি সংরক্ষণ কেন্দ্রে। সেখানকার ভারপ্রাপ্ত অফিসার তমোঘ্ন সেনগুপ্ত  প্রজাপতির জীবনচক্র নিয়ে আলোচনা করেন, এবং শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার প্রত্যেকটি ধাপ হাতেকলমে দেখান।

শুধু প্রকৃতি পাঠ নয় সাথে ছিলো বইগ্রাম পানিঝোরায় বইকে ছুয়ে দেখার অনাবিল আনন্দ। ছাত্রছাত্রীরা এদিন বইগ্রাম পানিঝোরায় ঘুরে দেখেন কীভাবে গ্রাম জুড়ে বইয়ের সম্ভার সাজানো রয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক হেমলতা বর্মন এই প্রসঙ্গে বলেন- "অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের বার্তা দুর্গাপুজো বা জন্মদিনে যেমন আপনারা সন্তানকে নতুন পোশাক কিনে দেন সাথে একটা বইও উপহার হিসেবে দেবেন, পাঠকের এই আকালের যুগে অন্তত আপনার সন্তান বইকে ভালোবাসতে শিখুক।"

এরপর পাহাড়ি নদীর কোলে একটু ঘুরে বেড়ানো, ছবি আঁকা আর ভুড়িভোজের মধ্যদিয়ে এদিনের শিক্ষামূলক ভ্রমনের সমাপ্তি হয়। ছাত্র-ছাত্রীদের মুখে ফুটে ওঠে অজানাকে জানার এক উজ্জ্বল আনন্দ আভা।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code