বিজেপি বিধায়কের কাছে দাবীপত্র তুলে দিলো কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চ

Cooch Behar Dinhata Rail Passengers' Forum



ইতিমধ্যে কোচবিহার দিনহাটা রেল যাত্রী সমিতির কোচবিহার ইউনিটের তরফে কোচবিহার স্টেশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের কাছে একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে দাবিপত্র পেশ করলেও কার্যত কোন কাজ হয়নি। এবার বিজেপি বিধায়কের কাছে দাবীপত্র তুলে দিলো কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চ ।

দাবিগুলোর মধ্যে প্রধান ছিল উত্তর বঙ্গ এক্সপ্রেস কে কোচবিহার টাউন স্টেশনে স্টপেজ, জনপ্রিয় বামনহাট-শিলিগুড়ি জংশন প্যাসেঞ্জার (কোচবিহার, ফালাকাটা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি হয়ে); হরিনচওড়া, ব্যাঙচাতড়া, বিবেকানন্দ রোড ইত্যাদি রেলগেটে আন্ডার পাস অথবা ফ্লাই ওভার নির্মাণ, আলিপুরদুয়ার জংশন-কামাক্ষ্যা (ভায়া নিউ কোচবিহার) ইন্টারসিটি পুনরায় চালু করা, মহানন্দা এক্সপ্রেস ট্রেন কে বামনহাট (কোচবিহার স্টেশনে স্টেপেজ সহ) অবদি চালু করা ইত্যাদি দাবি সহ মোট ৬ দফা দাবি।

কোচবিহার স্টেশনে নতুন একটি লাইন (ডবল লাইন) দাবিও ছিল। এখনও অবদি কোন দাবির পূর্নতার কোন উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

এই পরিস্থিতিতে কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের কোচবিহার ইউনিট কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দের কাছে এই সমস্ত দাবি নিয়ে দ্বিতীয় বারের মত দরবার করেন গত শনিবার সন্ধ্যায়। উপস্থিত ছিলেন আহ্বায়ক অধ্যাপক (ড:) রাজা ঘোষ, তাপস বর্মন, ধীরেন্দ্র নাথ রায়, শিক্ষা রত্ন ড: আশুতোষ দত্ত, শিবাঞ্জন সরকার, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ড: তরুণ চক্রবর্তী ও অন্যান্যরা।