বিজ্ঞান এবং স্থায়িত্বের উদীয়মান প্রবণতা বিষয়ের উপর আন্তর্জাতিক আলোচনা চক্র শ্রীপৎ সিং কলেজে

sripath Singh College


আজ শ্রীপৎ সিং কলেজের আণবিক জীববিদ্যা ও জৈবপ্রযুক্তি বিদ্যা বিভাগ, রসায়ন বিভাগ ও আভ্যন্তরীন গুনমান নিশ্চিৎকরন কোষের যৌথ উদ্যোগে বিজ্ঞান এবং স্থায়িত্বের উদীয়মান প্রবণতা বিষয়ের উপর ১ দিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্র সম্পন্ন হলো। 


উল্লেখযোগ্য যে এই আলোচনা চক্রে ইন্ডিয়ান ফটো বায়োলজি সোসাইটি বিশেষভাবে সহযোগিতা করেছে। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফটো বায়োলজি সোসাইটির সম্পাদক অধ্যাপক চিত্তরঞ্জন সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক অনির্বাণ মিশ্র, বৈজ্ঞানিক তন্ময় পাল, অধ্যাপক অভীক কুমার বাগদি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে বক্তৃতা দেন অধ্যাপক জিষ্ণু অধিকারী।



উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কমল কৃষ্ণ সরকার, সেমিনার কমিটির দায়িত্ব প্রাপ্ত অভিষেক বসু, সেমিনার এর কনভেনর দেবযানী মন্ডল, রাজা ঘোষ ও অন্যান্যরা। আজকে আই এস বি এন নম্বর যুক্ত এবস্ট্রাক্ট বই প্রকাশ করা হয়।