সিতাইয়ে ভুয়ো ডাক্তার সন্দেহে গ্রামবাসীর হাতে আটক ৫! জেল হেফাজতে পাঠালো আদালত

Sitai


সিতাইয়ে ভুয়ো ডাক্তার সন্দেহে গ্রামবাসীর হাতে আটক ৫! ঘটনার তদন্তে সিতাই থানার পুলিশ। সিতাইয়ের মোড়ভাঙ্গা আদাবাড়ি গ্রামের মধুকুড়ায় ভুয়ো ডাক্তার সন্দেহে এক মহিলা সহ পাঁচজনকে ধরে ফেলল গ্রামবাসীরা। মাত্র ৫০ টাকার ভিজিটের লোভ দেখিয়ে শতাধিক মানুষের সাথে প্রতারণা করেছিল এই চক্র এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।

স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী দীপক কুমার দাস জানান- ঘটনার আগের দিন গ্রামে প্রচার করেছিল যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবু আসবেন, স্বাস্থ্য চেকআপের জন্য উন্নত যন্ত্রপাতি থাকবে। এবং ভিজিটের অ্যাডভান্স ৫০ টাকা করেও নিয়েছিলো। কিন্তু আজ তাদের কথামত সেখানে সেরকম কিছুই ছালো না। রোগি ব্যক্তিদের একেকজনের কাছে একেক রকম ভাবে টাকা নিচ্ছে। খবর পেয়ে আমি সেখানে যাই এবং তাদের সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেই।

এরপর উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে সিতাই থানায় নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে, এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনা ঘিরে।

দিনহাটা সিতাইয়ে ধরা পড়া ভুয়ো ডাক্তার দলকে আদালতে তোলা হয়েছে। জানা গিয়েছে সিতাই থানার পুলিশ ধৃত পাঁচজনকে দিনহাটা মহকুমা আদালতে তোলেন। বুধবার দুপুর একটা সময় সেই ৫ জনকে মহকুমা আদালতে তোলেন এবং বিচারক তাদেরকে জেল হেফাজত পাঠান।