Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির ভাষা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে

দিনহাটায় উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির ভাষা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে

Dinhata


২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কত শহীদের রক্তে বাংলা ভাষা মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছিলো। এই দিনটি বাংলা ভাষার মানুষের কাছে গর্বের দিন। বাঙালির আবেগে জড়িয়ে আছে এই দিনটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২১ ও ২২ শেষ ফেব্রুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি।




কোচবিহার জেলার সীমান্তবর্তী শহর দিনহাটার শহীদ হেমন্ত বসু কর্নারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে চারুকলা সোসাইটির তরফে সমস্ত রকম পরিকল্পনা করে কাজ আরম্ভ করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে গেল অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে নিপুন দক্ষতায় আঁকা হচ্ছে নানারকম ছবি। ছোটোবেলায় পড়ে আসা বাংলা বইয়ের ছবিও দেখা গেল। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে বদ্ধ পরিকর তারা এমনটাই জানিয়েছেন সদস্যরা।


১৯৯৯ সালের ১৭ই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব উত্থাপন করা হয়। সেই অধিবেশনেই মোট ১৮৮টি দেশের সমর্থন সহযোগে প্রস্তাবটি পাশ হয়। পরের বছর থেকে ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে জাতিপুঞ্জের সদস্য দেশগুলিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code