Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগুনে ভস্মীভূত পরিবারের পাশে দাঁড়ালেন জেলা সভাধিপতি কাজল সেখ

আগুনে ভস্মীভূত পরিবারের পাশে দাঁড়ালেন জেলা সভাধিপতি কাজল সেখ

kajal sekh


গত দুই দিন আগে দুবরাজপুর ব্লকের পারুলিয়া পঞ্চায়েতের শংকরপুর গ্রামের খগেন অংকুরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা থেকে কোনো ক্রমে বেঁচেজান পরিবারের সদস্যগণ। উক্ত ঘটনার কথা সমাজসেবী প্রিয়নীল পাল এবং আমিন নাসিদের সমাজমধ্যমের পোস্ট থেকে ছাড়িয়ে পড়ে। সেই সূত্র ধরেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ তাদের সাথে যোগাযোগ করে সমস্ত তথ্য সংগ্রহ করেন এবং আগুন ভষ্মিভূত পরিবারের হাতে প্রাথমিক সহযোগিতা পৌঁছানোর ব্যবস্থা করেন। 



পরবর্তীতে জেলা সভাধিপতি কাজল সেখ নিজেই স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং দলীয় নেতৃত্বদের নিয়ে পরিবারটির সাথে দেখা করতে শংকরপুর গ্রামে পৌঁছে যান। আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা,ওষুধ থেকে শুরু করে চাল,ডাল এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 



সভাধিপতির সাথে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুন চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন মন্ডল, সমাজসেবী কৌশিক দে, সুমন পাহাড়ি সহ আরো অনেকে।


জেলা সভাধিপতি আরো আশ্বাস দেন সঠিক মাধ্যমে আবেদন করলে বাড়ির ব্যবস্থাও খুব দ্রুত হয়ে যাবে। পরিবারের সদস্যদের চোখে মুখে স্বস্তির এবং শান্তির ছাপ দেখা যায় এমন সহযোগিতা পেয়ে।

জেলা সভাধিপতি জানান, আমি সমাজমাধ্যম থেকে খবর পেয়ে এখানে ছুটে এসেছি এবং এই পরিবারের সাথে আমি এবং আমার টিমের সবাই আছি, পরিবারটির পাশে আছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code