মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতালে পৌঁছালেন স্বয়ং প্রধানশিক্ষক

Madhyamik Exam


মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ পরীক্ষার্থী। শেষমেষ প্রধান শিক্ষকের সহায়তায় হাসপাতালে পৌঁছে পরীক্ষা দিলেন সেই পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে দিনহাটায়। দিনহাটার সবুজ পল্লী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইশিতা হঠাৎই পরীক্ষা ভ্যেনু নিগমনগর নিগামনন্দ সারস্বত বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ে। তারপরেই তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে।

জানা যায় পরীক্ষার্থী অসুস্থ হওয়ার পরেই দিনহাটা সেন্টারে যোগাযোগ করা হলে অ্যাম্বুলেন্স যেতে কিছুটা সময় লাগবে জানালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ নাগ নিজ উদ্যোগেই নিজের গাড়িতে করে পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে এসে ভর্তি করার পাশাপাশি পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও করা হয়।

আজ মাধ্যমিকের শেষ পরীক্ষা। শেষদিনে ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল। ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার লিখিত পরীক্ষার শেষ দিনে দিনহাটা হাসপাতালে দেখা গেল ৫ জন পরীক্ষার্থী ভর্তি। অসুস্থতা নিয়ে হাসপাতালের বেড়েই জীবনের বড় পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা।