Madhyamik Physical Science Question: মাধ্যমিক ২০২৫- ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র
আজ মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা হল। চলুন দেখে নেওয়া যাক এক নজরে
বিভাগ- ক
১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি শুন্ত্রের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো:
১.১ গ্রীনহাউস গ্যাসটি শনাক্ত করো।
(a) অক্সিজেন
(b) জলীয় বাষ্প
(c) হাইড্রোজেন
(d) নাইট্রোজেন
১.২ ST.P. কে 22 গ্রাম CO, -এর আয়তন হল [C-12,0-16]:
(a) 22.4 লিটার
(b) 14.2 লিটার
(c) 2.24 লিটার
(d) 1:12 লিটার
১.৩ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তীর উত্তপ্ত করলে, কত প্লাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। (Ca=40, C12,0-16]
(a) 4.4 গ্রাম
(b) 65.6 গ্রাম
(c) 10 গ্রাম
(d) 100 গ্রাম
১.৪ তাপ পরিবাহিকাদক নির্ভর করে-
(a) পরিবাহীর দুই প্রস্তের তাপমাত্রার পার্থক্যের উপর
(b) পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর
(c) পরিবাহীর দৈর্ঘ্যের উপর।
(d) পরিবাহীর প্রশ্নছেদের ক্ষেত্রফলের উপর
১.৫ আলোর প্রতিতরণের সময় নীচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে।
(a) গতিবেগ
(b) বিস্তার
(c) কম্পাক
(d) তরঙ্গদৈর্ঘী
১.৬ কোন প্রকার সপনে অসদ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়?
(a) সমাহল দর্পণ
(b) অবতল দর্পণ
(c) উত্তল দর্পণ
(d) অধিবৃত্তাকার দর্পণ
১.৭ নীচের কোন এককটি তড়িৎশক্তির একক।
(b) কিলোওয়াট-ঘণ্টা
(c) ওহম
(d) ভোল্ট
১৮. নীচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক।
(a) আলফা রশ্মি
(b) বিটা- রশ্মি
(c) গামা রশ্মি
(d) আলোকরশ্মি
১.৯ ফিউজ তারের বৈশিষ্ট হল
(a) উচ্চরোধ, নিম্নগলনাঙ্ক
(b) নিম্নরোধ, নিম্নগলনাঙ্ক
(c) নিম্নরোধ, উচ্চগলনাঙ্ক
(d) উচ্চরোধ, উচ্চগলনাঙ্ক
১.১০ আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণি রয়েছে?
(a) 7
(b) 17
(c) 15
(d) 18
১.১১ নীচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই-
(a) H2S
(b) CHCI3,
(c) NO2
(d) NaCl
১.১২ নীচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎবিল্লেখ্য হা
(a) CH3COOH
(b) H2SO4
(c) HNO3
(d) HCl
১.১০ লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাসিয়াম ডাইক্রোমেট দ্রবণে HS ভালনা করলে কী রঙ উৎপন্ন
(a) কমলা
(b) বেগুনী
(c) সবুজ
(d) গাঢ় নীল
১.১৪ নীচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক।
(a) হেমাটাইট
(b) বক্সাইট
(c) ম্যালাকাইট
(d) চ্যালকোসাইট
১.১৫ ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে সনাক্ত করো-
(a) CH4
(b) C2H8
(C) C2H4
(d) C2H2
বিভাগ খ
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি-লক্ষণীয়):
২.১. বায়ুমন্ডলের কোন্ স্তরে কড়-বৃষ্টি ঘটা সম্ভব।
অথবা
ওজনস্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ্য করা হয়।
২.২. রেফ্রিজারেটর থেকে নিগতি গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো।
২.৩. নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো
চার্লসের সূত্রানুযায়ী, (-) 273 deg * C' তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়।
২.৪. S.TP তে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত?
২. ৫ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো।
লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.23 10 ^ - 5 /^ C হলে, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 3.6 * 10 ^ - 5 /^ 3 C হবে।
অথবা
W * m ^ - 1 * K ^ - 1 এটি কোন ভৌতরাশির একক?
২.৬. বিবর্ধক কাচ রূপে কোন ধরণের লেন্স ব্যবহৃত হয়।
২.৭. আলোকরশ্মির প্রতিসরণের সময় আপতন কোনের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য।
২.৮. বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়?
২.৯. 220V-180W বাল্বের রোধ কত?
২.১০. তেজস্ক্রিয়তার এস আই একক কি?
অথবা
235U92 থেকে একটি Alpha কণা নির্গত হলে, পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন ঘটবে।
২.১১ নীচের বিবৃতিটি সতা না মিথ্যা লেখোঃ তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ-বিজারণের মাধ্যমে ঘটে।
২.১৩ আসিভ মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন্ গ্যাস উৎপন্ন হয়।
অথবা
নীচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড।
২.১৪ কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়।
২.১৫. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন্ ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়।
অথবা
শূন্যস্থান পূরণ করো:
CaC2+N2- ________+C
২.১৬ থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়।
২।১৭ নীচের জৈবযৌগটির IUPAC নাম লেখো।
CH3-CH-Br-CH2
অথবা
অবস্থানগত আইসোমেরিজম বা সমাবয়বতার উদাহরণ দাও
বিভাগ
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।
৩.১ এমন দুটি সংকর ধাতুর নাম লেখো, যেখানে কপার উপস্থিত। প্রত্যেকটি সংকর ধাতুর একটি করে ব্যবহার লেখো ।
অথবা
খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো।
৩.২ কিভাবে নীচের পরিবর্তনটি সম্পন্ন করা যায়?
HH
H H 4911 H-C-C-H HH
অথবা
দুটি জৈবভঙ্গুর (বায়োডিগ্রেডেবল) পলিমারের নাম লেখো।
৩.৩ ওজনস্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন ব্যাখ্যা করো।
অথবা
বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত।
৩.৪ 76 সেমি পারদস্তন্তচাপে এবং 27°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200c.c.। যদি গ্যাসটির চাপ 3৪ সেমি পারদস্তন্ত এবং তাপমাত্রা 127°C-এ পরিবর্তিত হয়, তবে গ্যাসটির আয়তন নির্ধারণ করো।
অথবা
227°C তাপমাত্রায় এবং 83.14 সেমি পারদস্তস্ত চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন
নির্ণয় করো, [R-8.314 জুল মোল K)
৩.৫ অবতল লেন্স দ্বারা প্রতিবিশ্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো।
অথবা
আকাশ কে নীল দেখায় কেন একটি চিত্রসহ ব্যাখ্যা করো।
৩.৬ ৪ ওহম রোধবিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে, বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো।
৩.৭ ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠনটি এঁকে দেখাও,
[Ca এবং ০-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 এবং ৪ হয়।]
অথবা
সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো।
৩.৮ নিচের যৌগগুলির মধ্যে তড়িৎযোজী আর সমযোজী যৌগ সনাক্ত করো-
LIH, NH, KCI, C,H,
৩.৯ উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে শুদ্ধ অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে, শমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। ২
বিভাগ ঘ
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
৪.১ আধুনিক পর্যায় সূত্রটি লেখো। শ্রেণি। থেকে 2 এবং শ্রেণি 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। ১+২
অথবা
আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। পর্যায় সারণির কোন্ শ্রেণিতে কঠিন, তরল এবং গ্যাসীয় মৌল অবস্থান করে। ২+১
৪.২ পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড, অ্যানোড এবং তড়িদবিশ্লেষ্য হিসাবে কী কী পদার্থ ব্যবহৃত হয়।
৪.৩ লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে, কি ঘটবে শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
৪.৪ 1, 2 ডাইব্রোমোইখেন এবং 1, 1, 2, 2 টেট্রাক্রোমো ইখেনের গঠন সংকেত লেখো। ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে, যে জৈবযৌগটি উৎপন্ন হয়, তার নাম লেখো। ২+১
অথবা
সি এন জি (CNG) -এর একটি ব্যবহার লেখো। মিথানল এবং ইথানলের একটি করে ক্ষতিকর প্রভাব আলোচনা করো।
৪.৫ অ্যাভোগ্যাড্রো সূত্রটি লেখো। শুদ্ধবায়ুর চেয়ে আর্দ্রবায়ু হালকা হয় সাধারণ গাণিতিক হিসাব করে দেখাও।
৪.৬ একটি আবন্ধ পাত্রে। গ্রাম ম্যাগনেসিয়াম, 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে, কোন্ বিক্লিংকটি উদ্বৃত্ত থাকবে। উদ্বৃত্ত বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করো। [Mg-24, 0-16]
অথবা
কত গ্রাম CaCO, -এর সঙ্গে অতিরিক্ত লঘু HCI বিক্রিয়া করে 66 গ্রাম CO, উৎপন্ন করবে। [Ca 40, C12,016]
৪.৭ একটি রেল লাইনের পরপর দুই পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁক রাখা হয় কেন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক (৫), ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক (3) এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক (y)-এর মধ্যে সম্পর্কটি লেখো। ২+১
অথবা
10°C তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেমি হলে, 110°C তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্বয় করো। (লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36×10C] ৩
৪.৮ প্রমাণ করো, আয়তাকার কাচের ফলকে আপতিত আলোক রশ্মি এবং ফলক থেকে নির্গত আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল হবে।
অথবা
একটি প্রিজমের প্রতিসরাঙ্ক এ. এবং প্রতিসারক কোণ A। প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হল। আলোকরশ্মির চ্যুতিকোণ D হলে . A এবং D-এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।
৪.৯ দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি? এর প্রতিকারে কোন ধরণের লেন্স ব্যবহার করবে। ২+১
৪.১০ তিনটি 20 ওহম রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করে, সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল, অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো।
অথবা
একই মানের তিনটি রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করে ওদের দু-প্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলে 10 W ক্ষমতা ব্যয়িত হয়। রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করলে কত Watt ক্ষমতা ব্যয়িত হবে।
৪.১১ লেঞ্জের সূত্রটি লেখো। লেক্সের সূত্রটি শস্তির সংরক্ষণ সূত্র মেনে চলে- যুক্তি দাও। ১+২
৪.১২ ভর বিচ্যুতি বলতে কি বোঝ? হিলিয়াম নিউক্লিয়াসের (He) ভর বিচ্যুতি কত হবে যদি প্রোটন, নিউট্রন এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর যথাক্রমে 1.00728, 1.00867 এবং 4.0015 amu হয়।
বিভাগ ঙ
(কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো চারটি):
৫.১ ফল পাকাতে যে গ্যাসীয় হাইড্রোকার্বনটি ব্যবহৃত হয় তার নাম লেখো।
৫.২ অতিবেগুনি রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব লেখো।
৫.৩ রোধাঙ্কের S.1. এককটি, লেখো।
৫.৪ S.T.P. তে এক মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত।
৫.৫ তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
৬। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি):
৬.১ CH,COOH একটি জৈব যৌগ কিন্তু NaHCO, জৈব যৌগ নয় কেন কারণ লেখো।
৬.২ ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখো।
৬.৩ বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহার করা হয় কেন?
৬.৪ H.S-এর বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊