মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ জয় ভারতের 

India win under 19 T20 World Cup


কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করে গোঙ্গাদি তৃশার অসাধারণ অলরাউন্ড পারফর্মেন্স। তৃশার অপরাজিত ৪৪ রানের ইনিংস ভারতকে ৮৩ রানের লক্ষ্যমাত্রা ১১.২ ওভারে পেরিয়ে যায়।

শাফালি ভার্মার নেতৃত্বে দুই বছর আগে অর্জন করা শিরোপা সফলভাবে রক্ষা করে ভারত অনূর্ধ্ব-১৯ দল। শেষ মুহূর্তের খেলা শুরু হলে, স্কয়ার লেগ বাউন্ডারির কাছে জড়ো হয়ে পুরো দল আনন্দে মাঠে ছুটে আসে। ভারতের পতাকায় মোহময় ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটাররা শিরোপা জয়কে আলিঙ্গন করে।

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার করে ৮২ রান। জবাবে ১১.২ ওভারে ১ উইকেটে ৮৪ ভারতের। এই নিয়ে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হল ভারত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ মহিলা দলের অধিনায়ক কায়লা রেনেকে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ রান করেন ছ’নম্বরে ব্যাট করতে নামা মাইকে ভ্যান ভুরস্ট। ১৮ বলে ২৩ রান করেন তিনি। মারেন ৩টি চার। এ ছাড়া দু’অঙ্কের রান পেয়েছেন ওপেনার জিমা বোথা (১৪ বলে ১৬), পাঁচ নম্বরে নামা কারাবো মিসো (২৬ বলে ১০) এবং সাত নম্বরে ব্যাট করতে নামা ফা কলিং (২০ বলে ১৫)। ভারতের হয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেন নেন তৃশা। ৬ রানে ২ উইকেট পারুনিকা সিসোদিয়ার। ৯ রান খরচ করে ২ উইকেট আয়ুষী শুক্লের। এ ছাড়া ২৩ রানে ২ উইকেট বৈষ্ণবী শর্মার। ৭ রান দিয়ে ১ উইকেট শবনম শাকিলের।

বিশ্ব জয়ের লড়াইয়ে ৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুধু ওপেনার জি কমলীনির (৮) উইকেট হারায় ভারত। অন্য ওপেনার তৃষা ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৮টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। তিন নম্বরে নামা সনিকা চালকে অপরাজিত থাকেন ২২ বলে ২৬ রান করে। ৪টি বাউন্ডারি মারেন তিনি। একমাত্র উইকেট নেন কায়লা।