অভিষেকের পর বোলারদের দাপট, ৪-১ এ সিরিজ জয় ভারতের 

Ind vs Eng


ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের। পাঁচ ম্যাচের t20 সিরিজের আজ পঞ্চম ম্যাচে অভিষেক শর্মার ১৩৫ রানের দুরন্ত ইনিংসে ভর করে ৪-১ এ সিরিজ জয় করল টিম ইন্ডিয়া। গত ম্যাচেই সিরিজ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। আজকের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। আর সেই ম্যাচে জ্বলে উঠলেন অভিষেক।

অভিষেকের রেকর্ড-ভাঙা ব্যাটিং ভারতকে পুরুষদের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে রানের ব্যবধানে তাদের সবচেয়ে বড় জয় এনে দেয়। ১৩ বছর আগে, ২০১২ সালে কলম্বোর আরপিএসে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারত থ্রি লায়ন্সকে ৯০ রানে হারিয়েছিল। এদিন ১৫০ রানে জিতল ভারত।

শুরুটা ভাল করেছিলেন সঞ্জু। প্রথম ওভারে ১৬ রান করেন তিনি। কিন্তু টিকতে পারেননি। এদিন ব্যর্থ হলেন সূর্য। অভিষেক বিধ্বংসী ইনিংস খেললেও ভারতের মিডল ও লোয়ার অর্ডার তেমন সফল হননি। তিলক বর্মা ২৪ ও শিবম দুবে ৩০ রান করেন। কিন্তু হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, অক্ষর পটেলরা রান পেলেন না। ২৪৭ রানের ইনিংস গড়ে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানে গুটিয়ে গেল পুরো ইংল্যান্ড। শুধু অভিষেকের করা ১৩৫ রানের স্কোর টপকাতে পারলো না ইংল্যান্ড। ব্যাটের পর বল হাতেও নজর কাড়লেন অভিষেক। মাত্র এক ওভার বল এক উইকেট তোলেন তিনি। এদিকে তিন উইকেট নিয়ে নিজের জাত চেনালেন শামিও। প্রত্যাবর্তনের পর এই স্পেল তাঁর আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে। শিবম ও বরুণ ও দুটি করে উইকেট নেন। ৫৭ বল বাকি থাকতে প্রতিপক্ষকে অলআউট করে ভারত।