দিনহাটা হাসপাতালে ভর্তি ৫ পরীক্ষার্থী, ৫ জনি পরীক্ষা দিচ্ছেন হাসপাতালের বেডে

Madhyamik Exam



১০ই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কোচবিহার জেলার দিনহাটা মহকুমাতেও রয়েছে একাধিক ভেন্যু। পরীক্ষা চলাকালীন একাধিক পরীক্ষার্থীর অসুস্থতার খবর রয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতালে বিভিন্ন স্কুলের পাঁচ জন মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি রয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি যে সকল পরীক্ষার্থী তার মধ্যে পাঁচ জন পরীক্ষা দিচ্ছেন।



ঘটনার বিবরনে জানা গিয়েছে আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনের পরীক্ষা বিজ্ঞান বিভাগের ভৌত বিজ্ঞান পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার দিন দেখা গেল দিনহাটা মহকুমা হাসপাতালে বেডে বসে পাঁচ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।



এ বছর দিনহাটা মহকুমাতে মোট সেন্টার রয়েছে ৭টি, মোট ভেন্যু ২৬টি। প্রশাসনের নিরাপত্তার বেষ্টনীতে অনুষ্ঠিত আজ শেষ হল ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা। আগেই পর্ষদের তরফে সমস্ত রকম নির্দেশিকা দেওয়া হয়েছে। সকাল ১০টা বেজে ৪৫ মিনিট থেকে শুরু হয়েছিল এবছরের পরীক্ষা।



জানা গেছে, দিনহাটা মহকুমায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬৬০ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৫৬ জন এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪২০৪ জন। গোটা রাজ্যে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তাদের মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন।