একলব্য মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান
আজ কোচবিহার সাহিত্যসভায় সাড়ম্বরে অনুষ্ঠিত হল একলব্য মেধা অন্বেষণ ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সন্তোষ দে সরকার, অধ্যাপিকা শুচিস্মিতা দেবনাথ, অধ্যাপক জয় দাস, সংবাদ একলব্যের মুখ্য সম্পাদক আরিফ হোসেন, একলব্য মেধা অন্বেষণের সভাপতি সুজাতা ঘোষ, পরীক্ষা নিয়ামক ফজলে রহমান, পাঠ্যসূচী প্রণয়ন সমিতির সভাপতি সম্রাট দাস।
প্রদীপ প্রজ্বলন এবং সঙ্গীত শিল্পী হর্ষিৎ রায়ের সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন মোট ৬০ জন সেরা কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। সম্মাননা জানানো হয় পরীক্ষার সাথে যুক্ত ব্যক্তিদের, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রতিনিধিদের। সেরা বিদ্যালয় হিসাবে সাহেবগঞ্জ মডেল স্কুলকে 'গুরুকুল' সম্মাননা তুলে দেওয়া হয় বিদ্যালয়ের হাতে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা সমবেত এবং একক নৃত্য অনুষ্ঠানটিকে আলাদা গুরুত্ব দেয়।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি অধ্যাপিকা শুচিস্মিতা দেবনাথ তার বক্তব্যের মধ্যদিয়ে ছাত্রছাত্রীদের চাওয়াকে কীভাবে গুরুত্ব দিতে হয় সেই বিষয়টি তুলে ধরেন। অধ্যাপক জয় দাস বলেন- ছাত্রছাত্রীদের মেধাকে তুলে আনতে শিক্ষকদের সাথে অভিভাবকদের গুরুত্বের বিষয়টিকে। সাহিত্যিক সন্তোষ দে সরকার জানান- একলব্য মেধা অন্বেষণ যেভাবে ক্রমশ ছড়িয়ে পড়ছে তাতে এই পরীক্ষার মধ্যদিয়ে সঠিক মেধাকে তুলে আনবে।
সভাপতি সুজাতা ঘোষ, অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান। সমস্ত অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব সামলান শিক্ষক সজল দত্ত। তার সঞ্চালনা অনুষ্ঠানটিকে আকর্ষনীয় করে তুলেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊