Latest News

6/recent/ticker-posts

Ad Code

মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির সঙ্গে বাইকের সংঘর্ষে পরে ভ্যান, গুরুতর আহত বাইক চালক

মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক

Malda news


মালদা:

শনিবার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির সঙ্গে বাইকের সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত বাইক চালক। ঘটনা সম্পর্কে স্থানীয়দের মুখে জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মোহনা নার্সিংহোম এলাকায় লরির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। লরিটি মানিকচক থেকে এনায়েতপুর এর দিকে যাচ্ছিল এবং বাইক এনায়েতপুর থেকে মানিকচকের দিকে যাচ্ছিল। মোহনা নার্সিংহোম এলাকায় লরি প্রথমে বাইকে এবং পরে ভ্যানে ধাক্কা মারে। ঘটনায় বাইক চালক গুরুতর আহত হয়। 



স্থানীয়রা বাইক চালককে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠালে অবস্থা গুরুতর হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে। 



অপরদিকে কাঠের আসবাব ভর্তি ভ্যানে ও ধাক্কা মারে লড়ি। ভ্যানের চাকা ধুমরে যাই। তবে কাঠের আসবাব থাকাই অল্প চোট পেলেও রক্ষা পেয়েছেন ভ্যান চালক। ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। পুরো ঘটনার তদন্তে মানিকচক থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code