মাধ্যমিক পরীক্ষার্থীকে ক্লিপবোর্ড কিনে দিলেন দিনহাটা থানার আইসি
আজ ছিল মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছরের মতো এবছরও বাংলা পরীক্ষা দিয়েই শুরু হয় পরীক্ষা। তবে কড়া বিধি নিষেধ জারি রয়েছে এবছরের পরীক্ষায়। ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। এমনকি জ্যামিতি বাক্স নিয়েও প্রবেশ নিষেধ এমনটাই খবর। এর মাঝেই প্রথম দিনের পরীক্ষায় নিষিদ্ধ বোর্ড নিয়ে হাজির এক পরীক্ষার্থী। শেষমেষ নিষিদ্ধ বোর্ড ফেলে দিয়ে ট্রান্সপারেন্ট বোর্ড দিয়ে পরীক্ষা দিতে সহযোগিতার হাত বাড়ালেন আইসি।
ঘটনাটি ঘটেছে দিনহাটায়। দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে। তার হাতে ছিল প্রিন্টেড বোর্ড। বিদ্যালয়ে ঢোকার মুখে সেই বোর্ড আটকে দেয় দায়িত্বে থাকা পুলিশ কর্মী। ফলে পরীক্ষায় কিভাবে লিখবেন তা নিয়ে চিন্তায় পড়ে ওই পরীক্ষার্থী। ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয়ের সেই পরীক্ষার্থীর নাম উর্মিতা পারভীন।
পরে, উর্মিতাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্বয়ং দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক। তিনি একটি ট্রান্সপারেন্ট বোর্ড কিনে সেই পরীক্ষার্থীর হাতে তুলে দেন। পরীক্ষার্থীর যেন পরীক্ষায় কোনো রুপ অসুবিধা না হয় তাঁর জন্য স্বয়ং আইসির এই পদক্ষেপ প্রশংসা কুড়োচ্ছে বিভিন্ন মহলে। উর্মিতা আইসিকে ধন্যবাদ জানান এবং সে খুব খুশি বলেই জানায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊