মাধ্যমিকে গণটোকাটুকির দৃশ্য ভাইরাল নেটদুনিয়ায়

Scene of mass brawl in Madhyamik goes viral on the internet

আজ থেকে শুরু হলো মাধ্যমিক ২০২৫ এর পরীক্ষা। ছিল বাংলা পরীক্ষা। পুলিশ প্রশাসনের কড়া সতর্কতার মাঝেই উঠে এলো এক গণটোকাটুকির দৃশ্য। দৃশ্যটি ক্যামেরাবন্দী করা হয়েছে জলপাইগুড়ি জেলার একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে।  জলপাইগুড়ি বেলাকোবার একটি পরীক্ষা কেন্দ্রের শৌচালয়ে এসে নকল মেলাতে ব‍্যাস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা, সেই  ছবি উঠে এলো ক্যামেরায়। 

জানাযায়  কেবল পাড়া হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছিলো, পরীক্ষা চলাকালীন শৌচালয়ে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের নকল মেলানোর ছবি উঠে এলো। বেলাকোবার কেবল পাড়া হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের এই ঘটনা ইতিমধ্যে স্যোসাল মিডিয়ায় ভাইরাল।

এই স্কুলের শৌচালয়ের দেদারে পরীক্ষার্থীদের নকল মেলানোর ছবি উঠে এলো। কখনও পায়ের জুতোয় তো কখনও আবার পকেটে, ক্লাস রুম থেকে বেরিয়ে দেদারে নকল মেলাতে ব‍্যাস্ত পরীক্ষার্থীরা। 

প্রসঙ্গত, এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের নজরে রাখতে শৌচালয়েও নজর রাখার নির্দেশ গাইডলাইনে রয়েছে পর্ষদের তরফ থেকে। সেক্ষেত্রে এই ছবি উঠে আসায় পর্ষদের গাইডলাইন নিয়ে প্রশ্ন উঠছে।