Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, DA বাড়ালো রাজ্য

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, DA বাড়ালো রাজ্য

Money



রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষনা হল। বুধবার রাজ্য বিধানসভায় ছিল বাজেট ঘোষনা। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করলেন। এই চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ হলো ১৮ শতাংশ।



২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এ বারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ ‘পূর্ণাঙ্গ বাজেট’। তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাবে এমনটাই আভাস করা হচ্ছিল। ঠিক তাই হল বাড়লো ডিএ। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছে ১লা এপ্রিল থেকে এই নতুন ডিএ কার্যকর হবে। 


এতদিন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছিলেন ১৪ শতাংশ হারে। এই চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে ডিএ হল ১৮ শতাংশ। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মী ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক বিরাট রয়েই গেল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ডিএ বাড়ানোর ঘোষনার পর এখন রাজ্যের ডিএ হবে ১৮ শতাংশ। 



ডিএ নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে এই ‘উল্লেখযোগ্য’ ফারাকের কথা উঠে এসেছে বারবার। সামনেই বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের কর্মীদের ডিএ যে বৃদ্ধি পেতে পারে তা আগেই আঁচ করা গিয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় সরকারের কর্মীদের অষ্টম পে কমিশন ঘোষণা করার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং ডিএর মধ্যে পার্থক্য উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধির পথে। তাই রাজ্য বাজেটে তাঁদের জন্য বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারকে এবিষয়ে ভাবতে হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code