West Bengal Budget 2025: অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য স্মার্টফোন ! আর কী কী ঘোষণা বাজেটে ?
আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাজেট (West Bengal Budget 2025) পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।
যা যা ঘোষণা বাজেটে:
পথশ্রী প্রকল্পে ৩৭ হাজার বরাদ্দ আরও দেড় হাজার কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি বরাদ্দ করল রাজ্য সরকার। দু বছরের মধ্যে কার্যকর হবে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’।
নদী ভাঙন রুখতে বরাদ্দ ২০০ কোটি। নদীবন্ধন নামে নতুন প্রকল্পে বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান করা হবে।
৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব বাজেটে। পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নয়া বর্ধিত মহার্ঘ ভাতা। এর ফলে মোট ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
বাংলার বাড়ি প্রকল্পে আরও ৯ হাজার ৬০০ কোটি বরাদ্দ বাড়াল রাজ্য সরকার। ১৪ হাজার কোটি আগেই ছিল। ফলে বরাদ্দ বৃদ্ধির ফলে প্রকল্পে বরাদ্দ বেড়ে হল প্রায় ২৩ হাজার কোটি টাকা। আগামী আর্থিক বছরে আরও ১৬ লক্ষ বাড়ি তৈরি করা হবে।
অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ৭০ হাজার স্মার্টফোন। বরাদ্দ ২০০ কোটি টাকা।
৪.৭৫ কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতুর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ।
সাড়ে তিনশো সুফল বাংলা স্টলের নির্মাণ বাবদ বরাদ্দ ২০০ কোটি টাকা।
আরও একবছর চা শিল্পে করছাড়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊