একাধিক দাবিতে দিনহাটা রেল স্টেশনে স্মারকলিপি জমা দিল কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ

Coochbehar dinhata Railyatri Association


উত্তরবঙ্গ এক্সপ্রেসে কোচ বৃদ্ধি, কোভিড কালে বন্ধ করে দেওয়া বামনহাট - শিলিগুড়ি ভায়া ফালাকাটা প্যাসেঞ্জার ট্রেন অবিলম্বে চালু করা, হেরিটেজ শহর কোচবিহার স্টেশনে উত্তরবঙ্গ স্টপেজের দাবি সহ একাধিক দাবিতে আজ দুপুর দেড়টা নাগাদ দিনহাটা স্টেশন মাস্টার মারফত ডি আর এম আলিপুরদুয়ারকে যৌথভাবে একটি স্মারকলিপি জমা দিল কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ, দিনহাটা নাগরিক মঞ্চ সহ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনি। 


স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের কনভেনার প্রফেসর ডক্টরেট রাজা ঘোষ বলেন, কোচবিহার ডিসট্রিক্ট হেড কোয়াটার স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ দিলে শুধু সহরবাসী উপকৃত হবে এমনটা নয়, সমগ্র জেলা বাসি উপকৃত হবেন এছাড়াও তিনি বলেন আগামী কয়েকদিনের মধ্যে হয়তোবা কোচবিহার - বামনহাট সেকশনে ইলেকট্রিক ট্রেন চালু হয়ে যাবে, নিউ কোচবিহারে ইঞ্জিন পরিবর্তনের প্রয়োজন হবে না। তাই বামনহাট থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস কে টাইম পরিবর্তন করে ১৩:৪৫ এর জায়গায় ১৪ টা ১৩ তে ছাড়া হোক, এছাড়াও দিনহাটা সাহেবগঞ্জ রোড রেলগেটে আন্ডারপাস অথবা ওভারব্রিজ চালু করার দাবিও তিনি জানান।


দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয় গোপাল ভৌমিক বলেন অবিলম্বে কোভিড সময়ে বন্ধ হয়ে যাওয়া বামনহাট শিলিগুড়ি ভায়া ফালাকাটা প্যাসেঞ্জার ট্রেন অবিলম্বে চালু করতে হবে, এছাড়াও অনেক সময় প্রতিবন্ধীদের হয়রানির শিকার হতে হচ্ছে ভারতীয় রেলে অবিলম্বে সেটা বন্ধ হওয়া প্রয়োজন।



মূল দাবিগুলো ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস কে নিয়েই

1. উত্তরবঙ্গ এক্সপ্রেস এর পুনরায় ৯ টা সুপার কোচ ফিরিয়ে দেওয়া

2. ইলেক্ট্রিফিকেশন কমপ্লিট হয়ে গেলে উত্তরবঙ্গ দিনহাটা এবং বামন হাট থেকে ছাড়ার সময় পরিবর্তন করা

3. উত্তরবঙ্গ এক্সপ্রেস কে জেলা শহর এবং হেরিটেজ স্টেশন কোচবিহারের স্টপেজ দেওয়া 

4. বামন হাট ও কোচবিহার রেলস্টেশনের প্ল্যাটফর্ম দৈর্ঘ্য বৃদ্ধি করা ও যাত্রী সুরক্ষা বৃদ্ধি করা


এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ দাবির মধ্যে মূল দাবি হলো: 

বিখ্যাত বামনহাট শিলিগুড়ি জংশন (ভায়া নিউ ময়নাগুড়ি নিউ জলপাইগুড়ি) ট্রেনটাকে পুনরায় চালু করা

সাহেবগঞ্জ রোড রেলগেট বলরামপুর রেলগেট ঘোড়ামনলি লেভেল ক্রসিং এ আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণ করা

বিশেষভাবে সক্ষম ও অন্যান্য যাত্রীদের জন্য দিনহাটা স্টেশনে লিফট নির্মাণ করা ইত্যাদি