IPL 2025: কলকাতায় শুরু IPL, কবে থেকে? পূর্ণাঙ্গ সূচি
জল্পনার অবসান এবার আইপিএলের সূচি ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে এবারের আইপিএল। ম্যাচটি হবে কলকাতায়। ২৫ মে আইপিএল ২০২৫-র ফাইনাল আয়োজিত হবে। সেই ফাইনালের ভেন্যুও কিন্তু ক্রিকেটের নন্দন-কানন ইডেন গার্ডেন্স।
আইপিএলের ১৮তম সংস্করণ মোট ৭৪টি ম্যাচ আয়োজিত হবে। ১৩টি ভিন্ন মাঠে এবারের আইপিএল আয়োজিত হবে। ১২টি ডবল হেডার খেলা হবে এবারের টুর্নামেন্টে। টুর্নামেন্টের দুপুরের ম্যাচগুলি শুরু হবে ৩.৩০ থেকে আর সন্ধের ম্যাচগুলি শুরু হবে ৭.৩০টা থেকে।
প্রথম দিনই গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মাঠে নামছে বিরাট কোহল রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে।
আইপিএলের লিগ পর্যায়ের ম্যাচগুলি শেষ হওয়ার পর প্লে-অফের ম্যাচগুলি হায়দরাবাদ ও কলকাতায় আয়োজিত হবে। হায়দরাবাদে কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটরের ম্য়াচ দুইটি যথাক্রমে ২০ ও ২১ মে খেলা হবে। এরপরে কোয়ালিফায়ার ২ ও ফাইনালটি খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ২৩ মে কোয়ালিফায়ার ২ খেলা হবে। এরপর একদিনের বিশ্রাম। তারপরেই রবিবার ২৫ মে আয়োজিত হবে আইপিএলের খেতাবি লড়াই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊