মাত্র ৬০ টাকায় কোটিপতি দিনহাটার পরিযায়ী শ্রমিক



মাত্র ৬০ টাকা কোটিপতি দিনহাটার পরিযায়ী শ্রমিক। মাত্র ৬০ টাকা দিয়ে নাগাল্যান্ড স্টেট লটারির কিনেছিলেন দিনহাটার সাহেবগঞ্জের বাসিন্দা বিষ্ণু বর্মন, আর রাতের বেলা টিকিট মিলাতেই চমকে যান তিনি। ভাগ্যে যা তার কোটিপতি হওয়ার ভবিষ্যৎ ছিল তা কি তিনি জানতেন! কোটিপতি হয়ে বিশাল খুশি তিনি।

জানা যায়, দিনহাটার সাহেবগঞ্জের গর্ভডাঙ্গায় বাড়ি তার, নাম বিষ্ণু বর্মন, পেশায় একজন পরিযায়ী শ্রমিক। কয়েক মাস আগেই বাড়িতে এসেছিলেন। শুক্রবার বিকেলে সাহেবগঞ্জ বাজারে কাজে গিয়ে ফেরার পথে 60 টাকা দিয়ে লটারি টিকিট কেনেন তিনি। পরবর্তীতে রাতের বেলায় টিকিট মেলাতেই তার চক্ষু চরক গাছ হওয়ার অবস্থা।

জানা যায় মাঝেমধ্যেই টিকিট কাটার অভ্যাস ছিল বিষ্ণু বর্মনের। কিন্তু শুক্রবার বিকেলে সেই অভ্যাস তার ভাগ্য বদলে দিল। একেবারে কোটিপতি হয়ে গেলেন তিনি। লটারির টাকায় কি করবেন তা এখনোও ঠিক করতে না পারলেও চোখে মুখে তাঁর আনন্দের ছাপ।