অবশেষে চূড়ান্ত, দিল্লীর মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন রেখা গুপ্ত!

Rekha Gupta


অবশেষে চূড়ান্ত। দিল্লীর মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন রেখা গুপ্ত। দীর্ঘ সময় পর দিল্লীর মসনদে ফিরলো বিজেপি। মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে চলছিল জল্পনা। শেষমেষ আজ জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্ত। বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসাবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তকে বেছে নিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব!

জানা যাচ্ছে বৃহস্পতিবার দিল্লীর রামলীলা ময়দানে শপথ নিতে চলেছেন তিনি। রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে রেখা-সহ নতুন মন্ত্রিসভার সদস্যেরাও শপথ নেবেন। বণিক সমাজের প্রতিনিধি রেখা একদা সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এই প্রথম বার বিধায়ক হলেন তিনি। আর বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন তিনি।

১৯৯৮ সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এক মহিলা নেত্রী— সুষমা স্বরাজ। ২৭ বছর পর দিল্লীর মসনদে ফিরে মুখ্যমন্ত্রী হিসেবে মহিলা বিধায়ককেই বেছে নিল বিজেপি। প্রসঙ্গত দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। ২২টি আসন পেয়েছে আপ। সুষমা, শীলা দীক্ষিত, আতিশী মার্লেনার পরে দিল্লি পেল চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী।