মহাদেব শিবের ১০৮ নাম
আজ সকাল ১১:০৮ মিনিটে শুরু হবে চতুর্দশী তিথি এবং ২৭শে ফেব্রুয়ারি সকাল ৮:৫৪ মিনিটে শেষ হবে। শ্রাবণ এবং ধনিষ্ঠ নক্ষত্রের মিলনে মহাশিবরাত্রি উৎসব পালিত হবে। নক্ষত্রপুঞ্জের সংযোগের কারণে মহাশিবরাত্রি বিশেষভাবে ফলপ্রসূ হবে। বৈদিক বিশ্বাস অনুসারে, ভগবান শঙ্কর অর্থাৎ শিব স্বয়ং চতুর্দশী তিথির অধিপতি। এই কারণেই প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে মাসিক শিবরাত্রি হিসেবে পালিত হয়। জ্যোতিষশাস্ত্রে, চতুর্দশী তিথিকে অত্যন্ত শুভ বলা হয়।
শাস্ত্র মতে মহাশিবরাত্রিতে শিবের ১০৮ নাম জপ করলে ভোলানাথ প্রসন্ন হন ও নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। জেনেনিন মহাদেব শিবের ১০৮ নাম -
শিবের ১০৮ নাম
ওম ভোলেনাথ নমঃ
ওম কৈলাশ পতি নমঃ
ওম ভূতনাথ নমঃ
ওম নন্দরাজ নমঃ
ওম নন্দীর সওয়ারী নমঃ
ওম জ্যোতির্লিঙ্গ নমঃ
ওম মহাকাল নমঃ
ওম রুদ্রনাথ নমঃ
ওম ভীমশঙ্কর নমঃ
ওম নটরাজ নমঃ
ওম প্রলঙ্কার নমঃ
ওম চন্দ্রমৌলী নমঃ
ওম ডমরুধারী নমঃ
ওম চন্দ্রধারী নমঃ
ওম মলিকার্জুন নমঃ
ওম ভীমেশ্বর নমঃ
ওম বিষধারী নমঃ
ওম বম ভোলে নমঃ
ওম ওংকার স্বামী নমঃ
ওম ওংকারেশ্বর নমঃ
ওম শঙ্কর ত্রিশূলধারী নমঃ
ওম বিশ্বনাথ নমঃ
ওম অনাদিদেব নমঃ
ওম উমাপতি নমঃ
ওম গোরাপতি নমঃ
ওম ভোলেবাবা নমঃ
ওম গণপিতা নমঃ
ওম শিবজী নমঃ
ওম শম্ভূ নমঃ
ওম নীলকণ্ঠ নমঃ
ওম মহাকালেশ্বর নমঃ
ওম ত্রিপুরারী নমঃ
ওম ত্রিলোকনাথ নমঃ
ওম ত্রিনেত্রধারী নমঃ
ওম বর্ফানী বাবা নমঃ
ওম জগৎপিতা নমঃ
ওম মৃত্যুঞ্জয় নমঃ
ওম নাগধারী নমঃ
ওম রামেশ্বর নমঃ
ওম লঙ্কেশ্বর নমঃ
ওম অমরনাথ নমঃ
ওম কেদারনাথ নমঃ
ওম মঙ্গলেশ্বর নমঃ
ওম অর্ধনারীশ্বর নমঃ
ওম নাগার্জুন নমঃ
ওম জটাধারী নমঃ
ওম নীলেশ্বর নমঃ
ওম গলসর্পমালা নমঃ
ওম দীনানাথ নমঃ
ওম সোমনাথ নমঃ
ওম জোগী নমঃ
ওম ভণ্ডারী বাবা নমঃ
ওম বমলেহরী নমঃ
ওম গৌরীশঙ্কর নমঃ
ওম শিবাকান্ত নমঃ
ওম মহেশ্বরায় নমঃ
ওম মহেশ নমঃ
ওম অলোকনাথ নমঃ
ওম আদিনাথ নমঃ
ওম দেবদেবেশ্বর নমঃ
ওম প্রাণনাথ নমঃ
ওম শিবম নমঃ
ওম মহাদানী নমঃ
ওম শিবদানী নমঃ
ওম সংকটহারী নমঃ
ওম মহেশ্বর নমঃ
ওম রুণ্ডমালাধারী নমঃ
ওম জগপালনকর্তা নমঃ
ওম পশুপতি নমঃ
ওম সঙ্গমেশ্বর নমঃ
ওম দক্ষেশ্বর নমঃ
ওম ঘ্রেনশ্বর নমঃ
ওম মণিমহেশ নমঃ
ওম অনাদি নমঃ
ওম অমর নমঃ
ওম আশুতোষ মহারাজ নমঃ
ওম বিলবকেশ্বর নমঃ
ওম অচলেশ্বর নমঃ
ওম অভয়ঙ্কর নমঃ
ওম পাতালেশ্বর নমঃ
ওম ধূধেশ্বর নমঃ
ওম সর্পধারী নমঃ
ওম ত্রিলোকিনরেশ নমঃ
ওম হঠ যোগী নমঃ
ওম বিশ্লেশ্বর নমঃ
ওম নাগাধিরাজ নমঃ
ওম সর্বেশ্বর নমঃ
ওম উমাকান্ত নমঃ
ওম বাবা চন্দ্রেশ্বর নমঃ
ওম ত্রিকালদর্শী নমঃ
ওম ত্রিলোক স্বামী নমঃ
ওম মহাদেব নমঃ
ওম গঢ়শঙ্কর নমঃ
ওম মুক্তেশ্বর নমঃ
ওম নটেষর নমঃ
ওম গিরজাপতি নমঃ
ওম ভদ্রেশ্বর নমঃ
ওম ত্রিপুনাশক নমঃ
ওম নির্জেশ্বর নমঃ
ওম কিরাতেশ্বর নমঃ
ওম জাগেশ্বর নমঃ
ওম অবধূতপতি নমঃ
ওম ভীলপতি নমঃ
ওম জিতনাথ নমঃ
ওম বৃষেশ্বর নমঃ
ওম ভূতেশ্বর নমঃ
ওম বৈজুনাথ নমঃ
ওম নাগেশ্বর নমঃ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊