ফের CPM-এর রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম

Md Selim


ফের CPM-এর রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম। ২৭ তম রাজ্য সম্মেলনে সেলিমের নামেই সিলমোহর পড়লো। ২০২২ সাল থেকে রাজ্য সম্পাদক পদে রয়েছে সেলিম। সেই পদেই বহাল থাকলেন সেলিম। পাশাপাশি, বয়সের কারণে CPM-এর রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার এবং অমিয় পাত্র। নিয়ম অনুযায়ী ৭২ বছরের বেশি হলে সিপিএমের রাজ্য কমিটাতে থাকা যায় না আর তাই হল।

৮০ জনের কমিটিতে জায়গা হল না SFI-এর সম্পাদক তথা সভাপতির। দল বিরোধী কাজের কারণে জায়গা হল না সুশান্ত ঘোষকে। ৮০ সদস্যের সিপিএম-এর যে রাজ্য কমিটি, তাতে ১৪ জন মহিলা জায়গা পেয়েছেন। রয়েছেন দেবলীনা হেমব্রম, রমা বিশ্বাস, রূপা বাগচি, গার্গী চট্টোপাধ্যায়, কনীনিকা ঘোষ, মধুজা সেন রায়, মীনাক্ষি মুখোপাধ্যায়, গীতা হাঁসদা, জাহানারা খানরা। পাশাপাশি, কমিটিতে রয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়িরা। কমিটিতে জায়গা পেয়েছেন সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, ময়ূখ বিশ্বাস, সায়নদীপ মিত্র. প্রতীক উর রহমানের মতো তরুণ মুখও।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর তার আগে সিপিএমের রাজ্য কমিটির দিকে নজর ছিল সকলের। শ্রমিক ফ্রন্ট থেকে রাজ্য কমিটিতে এলেন ইন্দ্রজিৎ ঘোষ। যদিও তরুণদের ওপর গুরুত্ব দেওয়ার কথা হলেও CPM-এর রাজ্য কমিটিতে SFI-এর সম্পাদক এবং সভাপতি, দু'জনের জায়গা পেলেন না।