Latest News

6/recent/ticker-posts

Ad Code

ক্লাস ঘরে অধ্যাপিকাকে বিয়ে করলেন প্রথম বর্ষের ছাত্র! নদীয়ার ঘটনায় হইচই

ক্লাস ঘরে অধ্যাপিকাকে বিয়ে করলেন প্রথম বর্ষের ছাত্র! নদীয়ার ঘটনায় হইচই 

Viral Video


ক্লাসঘর বদলে গেল ছাদনাতলায়। অধ্যাপিকাকে বিয়ে করলেন ছাত্র। আর এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে চারদিকে। অধ্যাপিকা ও ছাত্রের মালাবদলের দৃশ্য মোবাইলে বন্দি করলেন অন্যান্য পড়ুয়া। এমনকি সিঁদুর দান। নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট ক্যাম্পাসের এই ছবি ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। সত্যিই নাকি মিথ্যে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

জানা যায়, মনস্তত্ত্ববিদ্যার ক্লাসে অধ্যাপিকা আর প্রথম বর্ষের ছাত্রের এই বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হতেই বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। লাল বেনারসি, গলায় গোলাপ-রজনীগন্ধার মালায় অধ্যাপিকা কনে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে ঘরভর্তি পড়ুয়ার সামনে।

বিভাগীয় প্রধানকে তড়িঘড়ি ছুটিতে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম বর্ষের সেই পড়ুয়ারও খোঁজ মিলছে না। এ নিয়ে সহপাঠীরা মুখ বন্ধ। তবে এক সংবাদ মাধ্যম থেকে জানা যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জানিয়েছেন একটি প্রজেক্টের জন্য শুধুমাত্র অভিনয়। তবে বিভাগীয় প্রধানকে কেন ছুটিতে পাঠানো হল, সেই ব্যাখ্যা অবশ্য দেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code