Latest News

6/recent/ticker-posts

Ad Code

জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক মঞ্চের তরফে শীতবস্ত্র প্রদান

জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক মঞ্চের তরফে শীতবস্ত্র প্রদান 

Ajimganj Jiaganj Nagarik Mancha



জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক মঞ্চের তরফ থেকে জিয়াগঞ্জ ফুলতলা বাজারের কাছে শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠান করা হয়! উপস্থিত ছিলেন আজিমগঞ্জ জিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা শ্রী প্রসেনজিৎ ঘোষ, কাউন্সিলর পরিমল সরকার, নাগরিক মঞ্চের কার্যকরী সভাপতি সাদেরুল আমিন, নাগরিক মঞ্চের সম্পাদক হুমায়ুন কবির ও আরো অনেকে। 



এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী কাওসার আহমেদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অধ্যাপক ড: প্রীতি কুমার রায় চৌধুরী, বর্ষীয়ান শিক্ষক সমীর ঘোষ, ড: রিন্টু চক্রবর্তী, এডভোকেট পীযূষ কুমার তালুকদার, 



আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী মঞ্চের প্রতিষ্ঠাতা তথা অধ্যাপক রাজা ঘোষ, বাপি গুহ, জনকল্যাণ আলো ফাউন্ডেশনের ড: সাফিকুল ইসলাম, ছবি গুহ, ধনঞ্জয় হালদার, কমল বাহালিয়া, শিক্ষক প্রতাপ কুমার সোনার, শিবনাথ রায়, রাজা শেখ, নলিনী মন্ডল ও অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code