১২০ রানে জয়ী সোনীদেবি জৈন হাই স্কুল
নিজস্ব সংবাদদাতা, তপন বর্মন:
দিনহাটা ২ নং চক্র সম্পদ কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় তৃতীয়বর্ষ টিচার কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা আজ ২৩ শে জানুয়ারি পেটলা নবিবকস স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হল। কোচবিহার জেলার বিভিন্ন সার্কেল এবং উচ্চ বিদ্যালয়ের মোট ২০ টি টিম এই খেলায় অংশগ্রহণ করে। টিম গুলি হল দিনহাটা ১ নং, দিনহাটা ২ নং,দিনহাটা ৩ নং ,দিনহাটা ইন্টেন্সিভ,বামনহাট সার্কেল,সিতাই সার্কেল,পুন্ডিবাড়ি সার্কেল, মাথাভাঙ্গা ২ নং সার্কেল,সোনীদেবি জৈন,পেটলা নবিবকস হাই স্কুল,গোপালনগর এম এম এস,পেস্টারঝার হাই স্কুল,নাককাটি পুষনার ডাঙা হাই স্কুল,বাসন্তীর হাট কুমোদিনী,মারুগঞ্জ হাই স্কুল,ভেটাগুড়ি এল বি এস,শালমারা হাই স্কুল, এবং বলরামপুর হাই স্কুল।
গত ৭ জানুয়ারি এই খেলার শুভ সূচনা হয়। এরপর থেকে পেটলা নবিবকস স্টেডিয়ামের মাঠে এবং আম বাড়ি বাজে জামা পাখি হাগা এ পি বিদ্যালয়ের মাঠে যথাক্রমে বাছাই পর্বের ম্যাচ গুলি অনুষ্ঠিত হয়। এবং গত ২১ তারিখে সেমিফাইনালে অংশ নেয় দিনহাটা ৩নং সার্কেল এবং সোনীদেবি জৈন হাই স্কুল, সিতাই সার্কেল এবং ভেটাগুড়ি এল বি এস। এরপর ফাইনালে মুখোমুখি হয় সিতাই সার্কেল এবং সোনীদেবি জৈন হাই স্কুল। প্রথমে ব্যাট করে ১৪ ওভার সোনীদেবি ১৮০ রান ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ । এরপর ব্যাট করতে নেমে সিতাই সার্কেল ১০ উইকেট হারিয়ে ৬০ রান অর্জন করে। এবং সোনীদেবি জৈন হাই স্কুল টিচার্স কাপ ২০২৫ বিজয়ী দল হিসাবে খেতাব অর্জন করে।
এই খেলার ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ ,বেস্ট ব্যাটসম্যান কৌশিক সরকার এবং বেস্ট বলার রাহুল সাহা সোনীদেবি জৈন হাই স্কুলের প্লেয়ার নির্বাচিত হন।
খেলাকে নিয়ে উন্মাদনা ছিল দেখার মত।
আজকে এই খেলা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা শ্রাবণী ঝা, নূর আলম হোসেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, অবর বিদ্যালয় পরিদর্শক পলাশ লালা, সামাদুল শেখ সহ আরও অনেকে।
খেলা প্রসঙ্গ সুদীপ মজুমদার জানান " এই খেলার উত্তরোত্তর মান বৃদ্ধি হচ্ছে এবং সকলের সহযোগিতায় এর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করছি। "
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊