সুপ্রিম কোর্টে আজ হল না আরজি কর কাণ্ডের শুনানি, পরবর্তী শুনানি কবে?


Supreme court


আরজিকর কাণ্ডের মামলার শুনানি ছিল আজ সুপ্রিমকোর্টে। আরজি কর মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দোষীর ফাঁসির দাবিতে কলকাতা হাই কোর্টে মামলাও করেছে রাজ্য সরকার। রাজ্যের সেই আবেদনকে চ্যালেঞ্জ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। এদিকে আজ ছিল সুপ্রিমকোর্টে শুনানি। স্বতঃপ্রণোদিত ভাবে আরজি কর কাণ্ডের মামলা নিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত।



মামলাটি আগামী বুধবার শুনবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। ওই দিন দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার কথা। ২৯ জানুয়ারি মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ।



গত ৯ অগস্ট আরজি কর হাসপাতাল থেকে চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে খুন এবং ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর নাম ওঠে সঞ্জয় রায়ের। সিবিআই তদন্ত হয়। চার্জশিটে সিবিআই একমাত্র দোষী হিসেবে সঞ্জয় রায়কেই চিহ্নিত করে। দীর্ঘ শুনানির পর গত শনিবার রায় দেয় আদালত আর সোমবার শাস্তি ঘোষনা করে।