Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চমাধ্যমিক নিয়ে বিশেষ আলোচনা সভা, কয়েক দফা দাবিতে স্মারকলিপি প্রদান পার্টটাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

উচ্চমাধ্যমিক নিয়ে বিশেষ আলোচনা সভা, কয়েক দফা দাবিতে স্মারকলিপি প্রদান পার্টটাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

HS MEETING


আজ পুরুলিয়া রবীন্দ্র ভবনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন নিয়ম এবং নির্দেশাবলি সম্পর্কে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। জেলার প্রায় ৫০০ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষক এবং প্রধান পরীক্ষকগন উপস্থিত ছিলেন সেখানে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন নির্দেশাবলি সম্পর্কে চিরঞ্জীব বাবু আলোচনা করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার জেলা পরিষদের সভাধিপতি এবং ডি আই মহাশয়া। ওই অনুষ্ঠানে পার্টটাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্যকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক-শিক্ষিকার অভাব থাকায় স্কুল ম্যানেজিং কমিটি বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করেন এবং স্কুল ফান্ড থেকে তাদের মাসে ২০০০ টাকা থেকে ৪ হাজার টাকা বেতন দেওয়া হয়। এইসব বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাগণ বিদ্যালয়ে পাঠদানের সাথে সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতাও দেখেন। অথচ তাদের বেতন খুবই কম। এবং তাদের চাকরির কোন স্থায়িত্ব নেই। তাই তারা তাদের সরকারি আওতার মধ্যে আনা এবং একটা সম্মানজনক ভাতা দেওয়ার জন্য মাননীয় চিরঞ্জীব বাবুর হাতে একখানা স্মারকলিপি তুলে দেন।


সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেন সংগঠনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘরিয়া। তিনিই জানান বোর্ড সভাপতি এ বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code