Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rohit Sharma: জল্পনাই সত্যি হল, রোহিতকে ছাড়াই সিডনি টেস্টে টিম ইন্ডিয়া

Rohit Sharma: জল্পনাই সত্যি হল, রোহিতকে ছাড়াই সিডনি টেস্টে টিম ইন্ডিয়া

Rohit Sharma


জল্পনাই সত্যি হল রোহিতকে ছাড়াই সিডনি টেস্টে টিম ইন্ডিয়া। আজ ভারতীয় সময় অনুসারে ভোর থেকেই শুরু হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট। আর সেই টেস্টে অধিনায়ক রোহিত নেই। রোহিতের বদল মাঠে শুভমন গিল। অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন জসপ্রীত বুমরাহ।


বৃহস্পতিবার কোচ গৌতম গম্ভীরকে সাংবাদিক বৈঠকে দেখা যায়। দু’টি চেয়ার রাখা থাকলেও ভারতের তরফে এক জনই সাংবাদিক বৈঠকে এসেছিলেন। রোহিতের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গম্ভীর বলেন, “রোহিত ঠিকই আছে। অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনও প্রথা নয়। কোচ তো এসেছে। আশা করি, সেটাই যথেষ্ট। আপাতত উইকেট দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” ফলে জল্পনা বেড়েছে।



রোহিত খেলবেন কিনা তার জবাবে গম্ভীর বলেন, “এখনই বললাম, আমরা আগে উইকেট দেখব। তার পর কাল প্রথম একাদশ বেছে নেব।” রোহিতের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিত কোনও উত্তর শোনা যায়নি তাঁর মুখ থেকে। যা সন্দেহ আরও বৃদ্ধি করে। বৃহস্পতিবার গম্ভীরের মন্তব্যের পর প্রশ্ন উঠেছিল, মেলবোর্নেই কি শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত?


শেষমেষ আজ দেখা গেল প্রথম একাদশে নেই রোহিত শর্মা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code