Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখভার, পায়ে চোট, হাসপাতালে অভিনেত্রী রশ্মিকা মান্দনা

মুখভার, পায়ে চোট, হাসপাতালে অভিনেত্রী রশ্মিকা মান্দনা

Rashmika Mandana


পায়ে চোট পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দনা। পুষ্পা খ্যাত নায়িকা নিজেই হাসপাতাল থেকে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বছরের শুরুতেই জিমে শরীরচর্চা করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। নিজের শারিরীক অবস্থার কথা নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়।

পায়ের চোটের জন্য আপাতত সলমন খানের সঙ্গে ‘সিকন্দর’ ছবির শুটিং করতে পারছেন না রশ্মিকা এমনটাই এক সূত্রের দাবি। তিনি হাসপাতালে রয়েছেন। ডান পায়ে ব্যান্ডেজ। বেড থেকে একটু উঁচুতে বালিশের ওপর রয়েছে ব্যান্ডেজ করা পা।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলির সঙ্গে রশ্মিকা লিখেছেন, ‘‘নিজেকে নববর্ষের শুভেচ্ছা। জিম করতে গিয়ে চোট পেয়েছিলাম। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব। কিন্তু সেটা আগামী কয়েক সপ্তাহ, না কি কয়েক মাসের মধ্যে, তা ঈশ্বরই জানেন। সময় মতো ‘থামা’, ‘সিকন্দর’ এবং ‘কুবেরা’র সেটে পৌঁছে যাব।’’

পাশাপাশি নতুন ছবি পরিচালকদের কাছে ক্ষমা চেয়েছেন শ্যুটিং পিছিয়ে যাওয়ার জন্য। রশ্মিকা লেখেন, ‘‘তা-ও যদি এর মাঝে আমাকে আপনাদের প্রয়োজন হয়, তা হলে হয়তো সেটের এক কোণে আমাকে শরীরচর্চা করতে দেখবেন।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code