ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের দল ঘোষনা, দলে জায়গা পেলেন কারা? 

Ind vs Eng



ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে সেই খেলা। সবথেকে বড় খবর ৪৩১ দিন পর দলে ফিরলেন মহম্মদ শামি। তবে চমক হল ঋষভ পন্থের দলে না থাকা।

ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি প্রথম ম্যাচ কলকাতায়। দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি। হবে চেন্নাইয়ে। ২৮ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি রাজকোটে। ৩১ জানুয়ারি পুণেয় চতুর্থ ও ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে হবে পঞ্চম টি-টোয়েন্টি।

দলে প্রথম উইকেটরক্ষক হিসাবে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। তিনি ফর্মে রয়েছেন। দ্বিতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেল। জিতেশ শর্মার বদলে নেওয়া হয়েছে তাঁকে। রমনদীপ সিংহের বদলে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নীতীশ রেড্ডি। নেই শিবম দুবে। চোটের কারণে বাদ পড়েছেন রিয়ান পরাগ।

ভারতের টি-টোয়েন্টি দল— সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ রেড্ডি, মহম্মদ শামি, আরশদীপ সিংহ, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবি বিশ্নোই, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর।