প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
তপন বর্মন : সংবাদ একলব্য
কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন শিশু সহ) দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের ৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সবুজ পল্লী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হল।
বড়শাকদল অঞ্চলের মোট একুশটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এদিনের খেলায় অংশ নেয়। মোট ৩৪ টি ইভেন্টে বয়স অনুয়ায়ী বালক ও বালিকা শিক্ষার্থীদের মোট তিনটি বিভাগে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা প্রতিযোগিতা করে।
প্রসঙ্গত প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন ছাত্র ছাত্রীদের) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এভাবে গ্রাম পঞ্চায়েত, সার্কেল, মহকুমা এবং জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এরপর রাজ্য স্তরে জেলার প্রথম স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশ নেবে।
আজকের এই খেলায় শিক্ষা অনুরাগী মানুষ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে বিশিষ্ট শিক্ষক বাপ্পাদিত্য রায় জানান " সকলের উপস্থিতি ও সহযোগিতায় খুব সুন্দর ভাবে খেলা পরিচালনা হচ্ছে। আমি ছাত্র ছাত্রীদের সাফল্য কামনা করি। "
খেলা কমিটির কো-অর্ডিনেটর সৌরদ্বীপ বিষ্ণু জানান " আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্র ছাত্রীরা রাজ্য স্তরে সম্মান নিয়ে আসবে এ আসা রাখছি। "
আজকের এই খেলায় সর্বাধিক পয়েন্ট পেয়ে বড়শাকদল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বড়শাকদল গার্লস এ পি বিদ্যালয় দ্বিতীয়, শিমুল বাড়ি জি পি বিদ্যালয় তৃতীয় এবং বড়শাকদল আর আর প্রাথমিক বিদ্যালয় ৪ র্থ স্হান অধিকার করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊