প্রথম ম্যাচে দাপুটে জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে ১-০ এ এগিয়ে গেল ভারত

Ind vs Eng


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই দাপুটে জয় পেল ভারতীয় ক্রিকেট দল। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। প্রথম একাদশে ছিলেন না শামি। দলে নীতীশ রেড্ডি। প্রথম ব্যিট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ১৩৩ রান তাড়া করতে নেমে ১২.৫ ওভারে তিন উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।

ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই করলেন একমাত্র অধিনায়ক জস বাটলার। বরুণ, আরশদীপকে সামলে ৪৪ বলে ৬৮ রান করলেন বাটলার। দলের আর কোনও ব্যাটার ২০ রানের গণ্ডিও পার করতে পারেননি। একে একে উইকেট হারাতে হারাতে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। আরশদীপ, হার্দিক এবং অক্ষর দু’টি করে উইকেট নেন। তিনটি উইকেট নেন বরুণ।

এদিন ইডেন দেখলো অভিষেক ঝড়। ৩৪ বলে ৭৯ রান করেন অভিষেক। আটটি ছক্কা মারেন তিনি। সঙ্গে পাঁচটি চার। মার্ক উডের ১৫৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে আসা বল যে ভাবে ফ্লিক করে ছক্কা মারলেন, তা সত্যিই প্রশংসনীয়। তরুণ ব্যাটার রীতিমত ইংরেজ বোলারদের শাসন করলেন। সাদা বলের ক্রিকেটে ফিরতেই বোঝা গেল টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত বিশ্বসেরা। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৩২ রান করে। ভারত সেই রান তুলে নেয় ১২.৫ ওভারে। সঞ্জু ২৬ ও তিলক করে ১৯।