বর্ষবরণের রাতে লক্ষাধিক কন্ডোম বিক্রি! সাথে ভুজিয়া, জল, হজম ঔষধ!

Condom


বর্ষ বরণের রাতে এক লক্ষেরও বেশি কনডোমের প্যাকেট, দু’লক্ষের বেশি আলু ভুজিয়া, হাজার হাজার জলের বোতল এবং হজমের ওষুধ গ্রাহকদের পৌঁছেছে এক অনলাইন সংস্থা। আর সে খবর নিজেই জানালেন সংস্থার এক কর্মকর্তা। সংস্থার সিইও অলবিন্দর ধিন্ডসা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সেকথা।



আলবিন্দর এ-ও জানিয়েছেন, এ সবের মধ্যে সবচেয়ে বড় অর্ডারটি ঢুকেছিল কলকাতা থেকেই। সেই একটি অর্ডারে ৬৪,৯৮৮ টাকার জিনিসপত্র ডেলিভারি করা হয়েছে। ভাজাভুজি এবং কোল্ড ড্রিঙ্কসই নয় প্রচুর পরিমাণ কনডোম, হজমের ওষুধ এবং অন্যান্য জিনিসেরও অর্ডার হয়েছে এমনটাই খবর।



কনডোম অর্ডার করা হয়েছে এক লক্ষ ২২ হাজার ৩৫৬ প্যাকেট। জলের বোতল অর্ডার করা হয়েছে ৪৫ হাজার ৫৩১টি। রাত ১০টার আগেই কনডোমের প্যাকেটগুলি অর্ডার করা হয়েছিল বলে সংস্থার তরফে জানানো হয়েছে। অলবিন্দর জানিয়েছেন, প্রচুর পরিমাণে লেবু, বরফ, চিপ্‌স, লাইটার এবং লিপস্টিকের অর্ডার দিয়েও ২০২৫ সালকে স্বাগত জানিয়েছেন ভারতীয়েরা। ৬৪৯৮৮ টাকার সবচেয়ে বড় অর্ডার কলকাতা থেকেই হয়েছে বলে জানিয়েছে তিনি।