আইসিসির ক্রমতালিকায় রেকর্ড পয়েন্টে শীর্ষে বুমরাহ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দল হারলেও নিজের দুরন্ত পারফরম্যান্স তুলে ধরছেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টে ৩০ উইকেট সংগ্রহ করেছেন বুমরাহ। আইসিসি ক্রম তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন আগেই এবার সেই জায়গা আরো পোক্ত হল বুমরাহর। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রেটিং এখন বুমরাহের। অশ্বিন এতদিন ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রেটিং ধরে রেখেছিলেন। এখন বুমরাহের রেটিং পয়েন্ট ৯০৭। যা টপকে গিয়েছে অশ্বিনকে।
ক্রিকেট ইতিহাসে বোলারদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্টের মালিক সিডনি বার্নস। ৯৩২ রোটিং পয়েন্ট ছিল তাঁর। ৯৩১ রেটিং পয়েন্ট পেয়েছিলেন জর্জ লোম্যান। তবে প্রায় ১০০ বছর আগে তাঁরা এই কীর্তি করেছিলেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান ৯২২ ও শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিধরণ ৯২০ পয়েন্ট পেয়েছিলেন। বুমরাহের উপরে রয়েছেন তাঁরা।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেস্টে ২০০ উইকেট নেওয়ার মাইলফলকও পার করেছেন তিনি। ৮৪৮৪ বলে ২০০টি টেস্ট উইকেট তুলে নিয়েছেন বুমরাহ। ২০২৪ সালে ১৩ টেস্টে ৭১টি উইকেট নিয়েছেন বুমরাহ। তাঁর নাম লেখা হয়েছে মেলবোর্নের ‘অনার বোর্ডে’।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊